প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

কিলং, ১০ এপ্রিলঃ বিবাহ এবং অন্যান্য উৎসব অনুষ্ঠানে অ্যালকোহলযুক্ত পানীয় সেবন নিষিদ্ধ ঘোষণা হল (Alcohol Ban)। হিমাচল প্রদেশের (Himachal Pradesh) লাহৌল এবং স্পিতি জেলার কিলিং পঞ্চায়েত ‘অপব্যায়’ রোধ করতে বিয়ে এবং উৎসবে অ্যালকোহলযুক্ত পানীয় সেবন পুরোপুরি ভাবে নিষিদ্ধের ঘোষণা করেছে।

রবিবার কিলিং পঞ্চায়েত প্রধান এলাকার সমস্ত মানুষকে জড়ো করে একটি সভার আয়োজন করেন। এবং সেখানেই তিনি বলেন, বিবাহ হোক কিংবা কোন উৎসব অনুষ্ঠান অ্যালকোহলযুক্ত পানীয় পরিবেশন কিংবা সেবন কোনটাই করা যাবে না।

বাড়তি ব্যয় রোধের উদ্দেশেই এই সিদ্ধান্ত নিয়েছেন পঞ্চায়েত প্রধান। এদিন সভায় তিনি বিয়ে কিংবা অনুষ্ঠানে অ্যালকোহল সেবনকে পাশ্চাত্য সংস্কৃতির অংশ বলেও উল্লেখ করেন। যা হিমাচল প্রদেশের নিজস্ব ঐতিহ্য এবং সংস্কৃতিকে ক্ষুণ্ণ করছে। এছাড়াও তরুণ প্রজন্মের কাছে এই অভ্যাস কুবার্তা বহন করে নিয়ে যাচ্ছে বলেই দাবি করেন তিনি।