
পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটি নির্মুল করতে 'অপারেশন সিঁদুর'-এর সাফল্য নিয়ে দেশবাসীকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপারেশন সিঁদুরের পর এই প্রথম জাতির উদ্দেশে বলতে শোনা যায় প্রধানমন্ত্রী মোদীকে (Narendra Modi)। প্রধানমন্ত্রী (PM Narendra Modi) স্পষ্ট জানিয়ে দেন, অপারেশন সিদূঁর স্থিগত করা হয়েছে মাত্র, পুরোপুরি শেষ হয়নি। এসবের পাশাপাশি পাকিস্তানের সঙ্গে ভারতের কথা হলে, তা সন্ত্রাসবাদ নিয়ে হবে।
'অপারেশন সিঁদুর'-এর সাফল্য দেশের মা ও সব মহিলাদের উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী মোদী। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী মোদী বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বললেন। আরও পড়ুন-সংঘর্ষ বিরতির পর এবার সীমান্তে সেনা কমাচ্ছে দুই দেশ, মিনি যুদ্ধ শেষে স্বাভাবিকের পথে পরিস্থিতি
আসুন দেখে নেওয়া যাক জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী মোদীর বলা কিছু গুরুত্বপূর্ণ কথা---
১) আজ প্রতিটি সন্ত্রাসবাদী জানে আমার দেশে বোন, মেয়েদের সিঁদুর মুছে দিলে তার পরিণতি ওদের জন্য কতটা ভয়াবহ হতে পারে।
২) অপারেশন সিঁদুর ন্যায়বিচারের জন্য অটল প্রতিশ্রুতি।
৩) সন্ত্রাসবাদীরা আমাদের বোনেদের সিঁদুর মুছে দিতে চেয়েছিল, তাই ভারত সন্ত্রাসবাদীদের হেড কোয়ার্টার ভেঙে এসেছে।
৪) পাকিস্তান আমাদের সীমান্তে আক্রমণ করতে তৈরি ছিল, কিন্তু ভারত ওদের মূল জায়গায় আঘাত করেছে।
৫) অপারেশন সিঁদুর সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াইকে এক নয়া মাত্রা দিয়েছে, এটাই এখন নিউ নর্ম্য়াল।
দেখুন প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে ভাষণ
Address to the nation. https://t.co/iKjEJvlciR
— Narendra Modi (@narendramodi) May 12, 2025
৬) এটা যুদ্ধের যুগ নয়, কিন্তু এটা সন্ত্রাসবাদীদের যুগও নয়।
৭) সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে কোনও রকম আপোষ নয়। এটা ভাল দুনিয়া গড়ার জন্য গুরুত্বপূর্ণ গ্যারান্টি।