Pinarayi Vijayan: বৃহস্পতিবার শপথ নিচ্ছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন

কোচি, ১৭ মে: মিথ ভাঙা জয় পেয়েছেন। কেরলে কখনই কোনও দল পরপর দুবার রাজ্যের ক্ষমতায় থাকতে পারে না। এই মিথ ভেঙে দেশকে চমকে দিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন ( Pinarayi Vijayan)। দেশজুড়ে বিপর্যয়ের মাঝে বাম দুর্গ একাই রক্ষা করা পিনরাই বিজয়ন পাঁচবছর পর ফের কেরলে (Kerala) মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন। আগামী ২০ মে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টেয় কোভিড প্রোটোকল মেনেই শপথ নেবেন পিনরাই বিজয়ন। তিরুবন্তপুরমের সেন্ট্রালে স্টেডিয়ামে হবে এই ঐতিহাসিক শপথগ্রহণ অনুষ্ঠান। রাজ্যাপল আরিফ মহম্মদ খানের কাছে শপথবাক্য পাঠ করবেন পিনরাই বিজয়ন। কোভিড বিধির কথা মাথায় রেখে ৫০০ জনের বেশি আমন্ত্রিত থাকছেন না। আরও পড়ুন: Narada Scam Case: নারদা মামলায় জামিন পেলেন ফিরহাদ, মদন, শোভন, সুব্রত মুখোপাধ্যায়

সম্প্রতি পাঁচ রাজ্যে যে বিধানসভা নির্বাচন শেষ হয়, তাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বাকি তিন রাজ্যের মুখ্যমন্ত্রীরা ইতিমধ্যেই শপথ নিয়ে নিয়েছেন। অসমে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। তামিলনাড়ুতে প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এমকে স্ট্যালিন। পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন এন রঙ্গস্বামী। এবার পালা পিনরাই বিজয়নের।

কেরলে ১৪১টি বিধানসভা আসনের মধ্যে বামেদের এলডিএফ ৯৯টি-তে জিতে ক্ষমতায় ফিরেছে। সেখানে কংগ্রেসের জোট ইউডিএফ পেয়েছে ৪৭টি আসন। জোর প্রচার করেও বিজেপি একটি আসনও পায়নি। গতবার অর্থাৎ ২০১৬ বিধানসভা নির্বাচনের চেয়ে ৮টি বেশি আসনে জেতে বামেরা। অথচ কেরলের ভোটের নিয়মই হল রাজ্যের শাসনে থাকলে পরের বার হার নিশ্চিত। উন্নয়ন আর কঠিন শাসনের মন্ত্রেই কেরলবাসীর মন জিতলেন পিনরাই বিজয়ন। যে কেরলে লোকসভা ভোটে দাঁড়িয়ে ঝড় তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুলের জোর প্রচার সত্ত্বেও কেরলে বাম দুর্গ অটুট থাকে।

রাজ্যে ক্ষমতায় এসেই করোনার কারণে লকডাউন ঘোষণা করেছেন পিনরাই বিজয়ন। কেরলে করোনার ঢেউ বেশ জোরে আছড়ে পড়েছে। দৈনিক প্রায় ৪০ হাজার জন কোভিডে আক্রান্ত হচ্ছেন। কোভিড পরিস্থিতি পর্যালোচনা করে ওয়ার্ড স্তরে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন অঞ্চলে মেডিক্যাল পড়ুয়াদের সংগঠিত করে কুইক রেসপন্স টিম গঠন করার কথা বলা হয়েছে।