Dead Body Representative Photo (Photo Credits: Pixabay)

কেরলে আরএসএস (RSS) কর্মীর রহস্যমৃত্যু। শনিবার গভীর রাতে বাড়ি থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে তিরুঅনন্তপুরমের ত্রিক্কান্নাপুরমে। মৃত যুবকের নাম আনন্দ কে থাম্পি। স্থানীয়দের দাবি, আসন্ন স্থানীয় নির্বাচনে বিজেপি তাঁকে টিকিট দেবে বলে আশা করেছিলেন, যা পূরণ না হওয়ায় তিনি হতাশ হয়ে পড়েন। তারপরেই সে আত্মঘাতী হন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে মৃতের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন।

অবসাদের কারণে আত্মঘাতী আরএসএস কর্মী

পরিবারের অভিযোগ, নির্বাচনে লড়ার টিকিট না পেয়ে এক আরএসএস কর্মী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে খবর, আত্মঘাতী হওয়ার আগে আনন্দ তাঁর বন্ধুদের হোয়াটসঅ্যাপে একটি মেসেজ পাঠিয়েছিলেন, যেখানে তিনি নিজের মৃত্যুর জন্য আরএসএস এবং বিজেপিকেই দায়ী করেছিলেন। যদিও ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

কী বলছেন কেন্দ্রীয় মন্ত্রী?

এদিকে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি সাংসদ সুরেশ গোপী এটিকে "অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা" বলে মন্তব্য করেছেন। তিনি জোর দিয়ে বলেন, এই ঘটনার জন্য দল কোনোভাবেই দায়ী নয়। তাঁর মতে, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে দল শুধুমাত্র 'ইতিবাচক সম্ভাবনা'র দিকেই নজর রাখে এবং কর্মীদের আরও সংযত হওয়া উচিত বলে মনে করেন তিনি।