ওয়ানাড, ৬ ডিসেম্বর: মঞ্চে উঠে বক্তৃতা দিচ্ছিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। নিজের লোকসভা কেন্দ্র ওয়ানাডের (Wayanad) একটি সরকারি স্কুলের অনুষ্ঠানে গিয়ে মঞ্চে উঠে ভাষণ দিচ্ছিলেন তিনি। খাঁটি ইংরেজিতে সেই ভাষণে মুগ্ধ করছিল উপস্থিত দর্শককে। তারপর যা ঘটল তা বর্তমানে সোশ্যাল মিডিয়ার রশদ। রাহুলের সেই বক্তৃতা সাবলীল মালয়ালি ভাষায় অনুবাদ করে গড়গড় করে বলে একাদশ শ্রেণীর এক ছাত্রী মন জিতে নিলেন রাগার। সেই সঙ্গে সাবলীল সেই বক্তব্যে খুদে পড়ুয়ার উপর ফ্রিজ হল লাইমলাইট। ভাইরাল হল ভিডিও (Viral Video)।
চলতি সপ্তাহের বৃহস্পতিবার কারুভারাকুন্দুর একটি সরকারি উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাগা। সেখানেই চলছিল বক্তৃতা। স্কুলে বক্তৃতা দেওয়ার সময় রাহুল উপস্থিত সকলের কাছে সাহায্য দেয়ে জিজ্ঞাসা করেন কোনও পড়ুয়া তাঁর বক্তৃতা মালয়ালি ভাষায় তরজমা অর্থাৎ অনুবাদ করে দিতে পারবে কিনা! সকলের মধ্যে এদিন এগিয়ে আসে ফতিমা সাফা। ওই স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী। তাঁকে মঞ্চে আমন্ত্রণ জানান রাহুল। কোনও সংকোচ না করেই আত্মবিশ্বাসের (Confidence) সঙ্গে মঞ্চে উঠে সাবলীলভাবে গোটা বক্তৃতা মালয়ালিতে তরজমা করে দেন ফতিমা। আর তাতেই তিনি জিতে নেন রাগার মন। আরও পড়ুন: Protest in Parliament Over Rising Onion Prices: সংসদের বাইরে পেঁয়াজের মূল্য বৃদ্ধিতে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের
The Spirit of Kerala in action! pic.twitter.com/wt6KCdRfK4
— Rahul Gandhi (@RahulGandhi) December 5, 2019
বক্তৃতা শেষে ফতিমাকে ধন্যবাদ জানান রাগা। অভিনন্দন জানিয়ে উপহার স্বরূপ তাঁর হাতে তুলে দেন চকোলেট (Chocolate)। আপ্লুত হন সাফাও।