তিরুবনন্তপুরম, ২৯ এপ্রিল: করোনা (Corona) থেকে বাঁচতে কী করবেন, সচেতনতা বৃদ্ধি করতে একটি ভিডিয়ো শেয়ার করল কেরালা পুলিশ (Kerala Police)। যেখানে মাস্ক পরার সঠিক নিয়ম শেখানো থেকে শুরু করে স্যানিটাইজার ব্যবহার, দূরত্ব বিধি মেনে চলার একের পর এক নিয়ম নিজেরা করে দেখান পুলিশ কর্মীরা।
ওই ভিডিয়োতে (Video) বেশ কয়েকজন পুলিশ কর্মীকে একসঙ্গে একছন্দে নাচতে দেখা যায়। পুলিশের পোশাক পরে, মুখে মাস্ক এঁটে সচেতনতা প্রচার করতে দেখা যায় আইনের ধারক বাহকদের। পুলিশ কর্মীদের ওই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল (Viral) হয়ে যায়।
আরও পড়ুন: Randhir Kapoor: করোনার গ্রাসে রণধীর কাপুর, ভর্তি হাসপাতালে
দেখুন...
জনপ্রিয় তামিল গান 'এঞ্জয় এনজামিনের' তালে নাচতে দেখা যায় কেরালার ওই পুলিশ কর্মীদের। সামাজিক দূরত্ব বজায় রেখে পুলিশ কর্মীরা ওই ভিডিয়োতে যেভাবে মানুষকে সচেতনতার বার্তা দেন, তা দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন নেটিজেনরা।
এদিকে করোনার (COVID 19) থাবা ক্রমাগত করাল হচ্ছ গোটা দেশ জুড়ে। গত ২৪ ঘণ্টায় ৩.৭৯ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হন। মৃত্যু হয় ৩,৬৪৫ জনের। যে সংখ্যাটা নেহাত কম নয়। ফলে করোনার সঙ্গে লড়াই করতে মানুষকে সচেতন করার কাজ এক নাগাড়ে করে চলেছে বিভিন্ন রাজ্যের প্রশাসন।