মিটু কাণ্ডে এবার গ্রেফতার কেরল ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম প্রভাবশালী অভিনেতা এম মুকেশ (M Mukesh)। জানা যাচ্ছে, এক প্রাক্তন অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় অভিনেতাকে। তবে গ্রেফতারির সম্ভাবনা দেখে আগে থেকেই আগাম জামিনের আবেদন করেছিলেন অভিনেতা। সেই কারণেই তাঁকে গ্রেফতার করা হলেও আগামী কয়েকদিনের মধ্যে ছাড়াও পেয়ে যাবেন বলে জানিয়েছেন অভিনেতার আইনজীবী। এই নিয়ে অবশ্য ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে বিতর্ক। প্রতিবাদীদের দাবি, শুধুমাত্র প্রভাবশালী ব্যক্তিত্ব বলেই কি জামিন অযোগ্য ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু হওয়ার পরেও আগাম জামিন মঞ্জুর করা হয়েছে? যদিও এর্নাকুলাম প্রিন্সিপাল সিজন কোর্টের এই রায় মেলার পরেই খানিকটা স্বস্তিতে রয়েছেন মুকেশ?

এদিকে গতমাসে বিচারপতি হেমা কমিটির রিপোর্ট প্রকাশ্যে আসার পরেই কেরলে একের পর এক মিটু কেস সামনে আসতে শুরু করেছে। আর তাতেই নাম জড়িয়েছে এম মুকেশের। জানা যাচ্ছে, দীর্ঘদিন আগে এক মহিলাকে কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছেন মুকেশ। সেই সময়ে সে চাপে পড়ে মুখবন্ধ রাখলেও মিটু আন্দোলন বৃহত্তর পর্যায়ে আসতেই সাহস দেখিয়ে মুখ খোলেন ওই মহিলা।

যদিও এই অভিযোগ সামনে আসতেই বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন এই সিপিএম নেতা। এছাড়া ফিল্ম ইন্ডাস্ট্রি থেকেও বয়কট করা হয়েছে অভিনেতাে। যদিও এই অভিযোগ সামনে আসতেই আপাতত নীরব এম মুকেশ। এদিন গ্রেফতারির পড়েও কোনও মন্তব্য করেননি মুকেশ।