নয়াদিল্লিঃ জন্মের কয়েকদিনের মাথাতেই মাটির নীচে পুঁতে দেওয়া হয়েছিল সদ্যজাতকে। এক বছর পর ঘটনার নৃশংসতার কথা স্বীকার অভিযুক্তদের। শিউড়ে ওঠার মতো ঘটনাটি ঘটেছে কেরলে। জানা গিয়েছে, অভিযুক্তদের নাম ভাবিন ও আনিশা। ২০২০ সাল থেকে লিভ ইন সম্পর্কে ছিল এই যুগল। নিজেদের সন্তানকে শ্বাসরপধ করে খুন করে দেহ মাটির নীচে পুঁতে দেওয়া হয়।
সন্তানকে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ যুগলের
পুলিশ সূত্রে খবর, ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় ত্রিশুরের ভাবিন ও আনিশার। ভাবিন পেশায় কলমিস্ত্রি। আনিশা পেশায় ল্যাব-টেকনিশিয়ান। ২০২১ সালে প্রথমবার সন্তান ধারণ করে আনিশা। প্রসবের সময়ই সেই সন্তানের মৃত্যু হয় বলে জানা যায়। সদ্যোজাতকে কবর দেয় আনিশা। এরপর ২০২৪ সালে ফের সন্তান প্রসব করে আনিশা। জন্মের পরই কাঁদতে শুরু করে শিশুটি। পাছে কেউ শুনে নেয় এই ভয়ে শিশুটিকে শ্বাসরোধ করে খুন করে তারা। এরপর বাড়ির পিছন দিকের ফাঁকা জমিতে কবর দেওয়া হয়। এই ঘটনার এক বছর পর দুই শিশুর দেহাবশেষ নিয়ে থানায় আত্মসমর্পণ ওই যুগলের। পুলিশকে গোটা ঘটনা জানায় তারা। ইতিমধ্যেই এই যুগলকে গ্রেফতার করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জন্মের পরই ২ সন্তানকে মাটির নীচে কবর, থানায় গিয়ে আত্মসমর্পণ যুগলের
🚨 🚨 #BreakingNews Kerala live-in couple buried newborn babies, bring remains to cops years later https://t.co/e8Y8PotGag
Kerala livein couple buried newborn babies bring remains to cops years later#TrendingNews #BigBreaking
— Instant News ™ (@InstaBharat) June 29, 2025