Wikepedia

কেরালার রাজ্যপাল আরিফ মহম্মদকে কালো পতাকা দেখানো এবং বিক্ষভ দেখানোকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী সঙ্গে রাজ্যপালের তরজা তুঙ্গে। এদিন সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করে নিজের ক্ষোভ প্রকাশ করেন রাজ্য়পাল আরিফ মহম্মদ। তিনি জানান মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের প্ররোচনাতেই এই ধরনের হামলা ও বিক্ষোভ সংগঠিত করা হয়েছে।

এই বিষয়ে মুখ্যমন্ত্রী দিকে সরাসরি আঙ্গুল তুলে তিনি জানান,"এটা মুখ্যমন্ত্রী, আমি পরিষ্কারভাবে বলছি যিনি ষড়যন্ত্র করছেন। এবং আমাকে শারীরিকভাবে নিগৃহীত করার জন্য এদেরকে পাঠানো হয়েছে। তিরুবনন্তপুরমের রাস্তার ভার নিয়েছে রাস্তার গুন্ডারা।"

রাজভবন থেকে জানা গেছে কালো পতাকা রাজ্যপালকে তিনজায়গায় দেখানো হয়েছে। যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছঠে রাজ্যপালের গাড়ি এসএফআইয়ের তরফে ১ বার আটকানো হয়েছিল এবং ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

কংগ্রেস, ইউডিএফ এবং বিজেপি একত্রে এই ঘটনার পেছনে পিনারাই বিজয়নকে দায়ী করেছেন। এছাড়া আইন শঋঙ্খলার অবনতি যে নেই সেই বিষয়টিও জানিয়েছেন তারা।