দিল্লি, ২৭ জানুয়ারি: এবার এক বয়স্ক মহিলা এবং তাঁর ছেলেকে নির্মমভাবে খুন করা হল কেরলে (Kerala)। দক্ষিণের এই রাজ্যের পালাক্কাডে ওই বৃদ্ধা এবং তাঁর ৫৩ বছরের ছেলেকে খুন করা হয়। মৃতদের নাম মীনাক্ষী এবং তাঁর ছেলে সুধাকরণ। ৭২ বছরের মীনাক্ষী এবং তাঁর ছেলে সুধাকরণকে (৫৩) প্রকাশ্যে খুন (Murder) করা হয় পালাক্কাডে। বাড়ির বাইরে হঠাৎ করেই দিনের আলোয় মীনাক্ষী এবং সুধাকরণকে হত্যা করা হয়। যা দেখে স্থানীয়রা শিউরে উঠতে শুরু করেন।
রিপোর্টে প্রকাশ, মীনাক্ষী এবং সুধাকরণের প্রতিবেশী চেনথামারা। সম্প্রতি ওই ব্যক্তি জেল থেকে বেরিয়ে আসে। জেল থেকে জামিনে বেরনোর পর চেনথামারা সুধাকরণের উপর ঝাঁপিয়ে পড়ে। ছেলেকে মারধর করছে দেখে মীনাক্ষী নামের ওই বৃদ্ধা এগিয়ে যান। সুধাকরণকে খুন করে, চেনথামারা মীনাক্ষী নামের ওই বৃদ্ধাকেও আক্রমণ করে। চিৎকার, চেঁচামেচি শুনে স্থানীয়রা এগিয়ে এলে, ওই বৃদ্ধাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তবে সেখানেই তাঁর মৃত্যু হয়। অন্যদিকে পরপর ২টি খুনের পর সেখান থেকে পালিয়ে যায় চেনথামারা।
প্রসঙ্গত চেনথামারা কয়েক বছর আগে সুধাকরণের স্ত্রীকে খুন করে। যার জেরে পুলিশ তাকে গ্রেফতার করে। জামিনে জেল থেকে বেরিয়ে ফের সুধাকরণ এবং তাঁর মাকে খুন করে চেনথমারা।
প্রতিবেশীদের কথায়, সুধাকরণ এবং তাঁর পরিবারের উসকানিতে চেনথামারার সংসার ভেঙেছে। এমন বিশ্বাস থেকেই প্রতিবেশী পরিবারের সদস্যদের এক এক করে হত্যা করে চেনথামারা।