কোল্লাম: কেরলের শিক্ষামন্ত্রী ভি সিভানকুট্টির (Kerala Education Minister V Sivankutty) কনভয়ের সামনে থাকা পুলিশের গাড়ি (Police vehicle) সজোরে ধাক্কা মারল (collided) একটি অ্যাম্বুল্যান্স (ambulance)। এর ফলে তাতে থাকা তিনজন মানুষ জখম হয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে কোল্লামে (Kollam)। পরে ওই পুলিশ গাড়ির চালক ও অ্যাম্বুল্যান্সের চালকের (drivers) নামে মামলা (Case) দায়ের করে তদন্ত শুরু হয়েছে।
ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, চার মাথার মোড়ের একদিক দিয়ে আসছিল মন্ত্রীর কনভয় আর অন্য একটি দিক দিয়ে আসছিল অ্যাম্বুল্যান্স। অ্যাম্বুল্যান্সটি যখন রাস্তার মাঝখান দিয়ে আসছিল তখন মাঝামাঝি জায়গা দিয়ে পুলিশের জিপ এসে সজোরে ধাক্কা মারে। এর ফলে রাস্তার মাঝেই উলটে পড়ে অ্যাম্বুল্যান্সটি। আরও পড়ুন: Shamli Shocker: যোগীরাজ্যে অনাচার! ৪ বছরের শিশুকে ধর্ষণ করে ধৃত কারখানার কর্মী
দেখুন ভিডিয়ো:
#WATCH | Kollam, Kerala: Case registered against drivers of an ambulance and Police vehicle after the ambulance collided with Kerala Education Minister V Sivankutty's pilot vehicle.
3 people who were inside the ambulance were injured in the incident pic.twitter.com/LX2X8BUFwc
— ANI (@ANI) July 13, 2023