Uma Thomas (Photo Credits: X)

কোচি, ৩০ ডিসেম্বরঃ রবিবাসরীয় সন্ধ্যায় নাচের অনুষ্ঠান দেখতে এসে ঘটে গেল চরম অঘটন। কোচির জওহরলাল নেহরু আন্তর্জাতিক স্টেডিয়ামে গ্যালারি থেকে পড়ে গিয়ে গুরুতরভাবে জখম হন কেরলের কংগ্রেস বিধায়ক উমা থমাস (Uma Thomas)। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে কাছের এক বেসরকারি হাসপাতালে। ভেন্টিলেটর সাপোর্টে রেখে চিকিৎসা চলছে বিধায়কের।

হাসপাতালের তরফে জারি করা মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, থ্রিক্কাকারার কংগ্রেস বিধায়ক উমা থমাসের (Uma Thomas) মাথায় এবং হৃদপিণ্ডে গুরুতর চোট লেগেছে। মুখ এবং পাঁজরের কিছু হাড় ভেঙে গিয়েছে। এছাড়াও ফুসফুসে অভ্যন্তরীণ রক্তপাত হয়েছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানান, চিকিৎসকদের একটি বিশেষজ্ঞ মেডিক্যাল দল শীঘ্রই গঠন করা হবে। যারা হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে যোগ দিয়ে একযোগে পর্যবেক্ষণে রেখে বিধায়কের চিকিৎসা করবেন।

কী ঘটেছিল জওহরলাল নেহরু আন্তর্জাতিক স্টেডিয়ামে?

রবিবার সন্ধ্যায় স্টেডিয়ামে মৃদঙ্গ নাদম নামে একটি ভরতনাট্যম নৃত্যানুষ্ঠানের আয়োজন হয়েছিল। প্রায় ১২,০০০ নৃত্যশিল্পী গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের জন্য এই অনুষ্ঠানে ভরতনাট্যম পরিবেশনে যোগ দিয়েছিলেন। সেখানে অতিথি হয়ে উপস্থিত হয়েছিলেন থ্রিক্কাকারার কংগ্রেস বিধায়ক উমা থমাস (Uma Thomas)। অনুষ্ঠানের মাঝে হঠাৎই অঘটন। প্রায় ১৫ ফুট উঁচু স্টেডিয়ামের ভিআইপি গ্যালারি থেকে নীচে কংক্রিটের মাঝেতে পড়েন তিনি। মুহূর্তে বদলে গেল বিশাল গ্যালারির পরিস্থিতি। তড়িঘড়ি কয়েকজন ছুটে এসে বিধায়ককে উদ্ধার করে হাসপাতালে ছোটেন।