কেরলের কোঝিকোড়ে ক্রমশ বাড়ছে নিপা ভাইরাস নিয়ে আতঙ্ক। ভগবানের আপন দেশে নিপায় আক্রান্তের সংখ্যা দ্রুত ৬ হয়ে গিয়েছে। দক্ষিণ ভারতের এই রাজ্যে ক্রমশ জটিল হচ্ছে নিপা পরিস্থিতি। সংক্রমণ ঠেকাতে কোঝিকোড় জুড়ে জারি হয়েছে চূড়ান্ত সতর্কতা। কনটাইমেন্ট জোন ঘোষণা, মাইকে প্রচারের মাধ্যমে নিপা রোখার কাজ চলছে। এর মধ্যে চলতি সপ্তাহে স্কুল-কলেজ সহ কোনও শিক্ষা প্রতিষ্ঠান কোঝিকোড়ে না খোলার নির্দেশ দিয়েছে প্রশাসন।
ICMR-এর কথায়, নিপা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে অ্যান্টিবডি শরীরে প্রবেশ করাতে হবে। অ্যান্টিবডির পাল্টা ডোজ পড়লে, তবে নিপা সংক্রমণ কমতে পারে বলে মনে করছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। নিপা ভাইরাস য়াতে সংক্রমণ ছড়াতে না পার, তার জন্য একাধিক পদক্ষেপ করা হয়েছে কেরলের স্বাস্থ্য দফতরের তরফে। পাশাপাশি নিপা সংক্রমণ ঠেকাতে বুধবার বৈঠক করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরা বৃহস্পতিবার কোঝিকোড়েই বৈঠকে বসেন।
দেখুন টুইট
Kerala: All educational institutions closed till tomorrow in Kozhikode to contain Nipah virus infectionshttps://t.co/RL9e1rltjg
— All India Radio News (@airnewsalerts) September 15, 2023
প্রসঙ্গত, গত ৩০ অগাস্ট নিপা ভাইরাসে সংক্রমিত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয় বলে জানা যায়। কোঝিকোড়েই নিপা সংকরমণের থাবা সবেচেয়ে জটিল। সেই কারণে কোজিকোড় জুড়ে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে কোঝিকোড়ে বন্ধ রাখা হয়েছে সমস্ত স্কুল, কলেজ। শনিবার পর্যন্ত কেরলের এই জেলার সমস্ত স্কুল, কলেজ বন্ধ থাকবে বলে জানানো হয়। সবকিছু মিলিয়ে দক্ষিণের এই রাজ্যে ২০১৮ এবং ২০২১ সালের পর ফের নিপা ভাইরাসের আতঙ্ক জোর কদম ছড়াতে শুরু করেছে।