ছোট্ট ছয়মাসের শিশু। একদা সারা দেহে ক্ষত নিয়ে বনের মধ্যে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। তবে সেই দুর্দশা কাটিয়ে এবার শুরু হল তার পরিচর্চা। ডেভিড আব্রাহাম নামের এক বর্যীয়ান হাতি পালকের কাছে স্থান হল ছোট্ট শিশু হাতির।
এই বিষয়ে পালাক্কাড় ডিএফও কুরা শ্রীনিবাস জানিয়েছেন "আমি হাতির বাচ্চাটিকে আত্তাপাত্তু বনের এলাকা থেকে উদ্ধার করি ২৭ অক্টোবর। আমরা বাচ্চা হাতিটিকে দলের সঙ্গে যুক্ত করা চেষ্টা করেছিলাম এক সপ্তাহ ধরে। কিন্তু এটি সফল হয়নি। বাচ্চাটির শারিরীক অবস্থার অবনতি হয়ে যাচ্ছিল।"
এছাডা় তিনি জানিয়েছেন যে সেই অবস্থায় যদি হাতিটিকে ওই স্থানে ফেলে আসা হত তাহলে অন্য বন্যপ্রাণীর দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা ছিল। তাই পশু বিশেষজ্ঞের উপদেশ মতো হাতিটিকে একটি ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হয়।
প্রথমে হাতিটি হাফ লিটার দুধ খেলেও বর্তমানে ২ থেকে ২.৫ লিটার দুধ খাচ্ছে বলে জানিয়েছেন তিনি। উদ্ধার করার সময় সারা দেহে ক্ষত থাকলেও বর্তমানে তা অনেকটাই সেরে গিয়েছে বলে জানা গেছে।
Abandoned elephant calf starts new life in Kerala's Palakkad
Read @ANI Story | https://t.co/V6kr2kB0Y3#elephantcalf #Palakkad #Kerala pic.twitter.com/mdIqst9Ge3
— ANI Digital (@ani_digital) December 13, 2023