Drugs (Photo credits: stevepb/Pixabay)

পেটের মধ্যে মাদক পাচার করতে গিয়েও শেষরক্ষা হল না। মুম্বই (Mumbai) কাস্টমস আধিকারিকদের হাতে পাকড়াও কেনিয়ার এক নাগরিক। কার্যত হাসপাতালে নিয়ে গিয়ে পেট চিঁড়ে ৬৬৫.৫ গ্রাম কোকেন উদ্ধার করল তদন্তকারীরা। রবিবার কেনিয়া থেকে একটি বিমান মুম্বইয়ে আসে। কাস্টমসের আধিকারিকরা গোপনসূত্রে খবর পেয়ে মুম্বই বিমানবন্দরে আগে থেকেই নজরদারি বাড়িয়েছিল। এদিন বছর ৪৩-এর ফ্লোরেন্স ইন্দাঙ্গাসি নামে ওই মহিলার গতিবিধি দেখে সন্দেহ হয় আধিকারিকদের। তাঁর ব্যাগ বা জামাকাপড়ে প্রথমে তল্লাশি চালিয়ে কিছু উদ্ধার না হলেও পরে তাঁর শরীর স্ক্যান করে পেটের মধ্যে সন্দেহজনক বস্তু লক্ষ্য করা যায়।

পেট থেকে বের করা হয় মাদকের ক্যাপসুল

তারপর তাঁকে তড়িঘড়ি জেজে হাসপাতালে নিয়ে গিয়ে অস্ত্রোপচার করে পেট থেকে ৬টি ক্যাপসুল উদ্ধার করে চিকিৎসকেরা। পরে সেগুলি কাস্টমসের আধিকারিকরা ডিআরআই দফতরের হাতে তুলে দেয়। খবর দেওয়া হয় থানায়। হাসপাতালে পুলিশ এসে মহিলাকে আটক করেন। পাশাপাশি নজরদারি বাড়ানো হয় ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে।

জারি রয়েছে তদন্ত

মুম্বই বিমানবন্দর থেকে ইদানিং হামেশাই উদ্ধার হচ্ছে মাদক। বিগত কয়েকদিনে একাধিক পাচারকারীকেও আটক করা হয়েছে। রবিবার আটক হওয়া কেনিয়ার নাগরিককে ইতিমধ্যেই আদালতে পেশ করে হেফাজতে নিয়েছে পুলিশ। চলছে তদন্তপ্রক্রিয়া।