চেন্নাই, ২৯ সেপ্টেম্বর: তামিলনাড়ুর কারুরে পদপিষ্ট (Karur Stampede) হওয়ার ঘটনায় পরপর ৪০ জনের মৃত্যু হয়েছে। গোটা দেশ জুড়ে যখন উৎসবের মরশুম চলছে, সেই সময় কারুরের ঘটনায় মানুষের মন ভারাক্রান্ত। বিজয়ের (Vijay) দল তামিলাগা ভেত্তারি কাজাঘামের (TVK) একটি অনুষ্ঠানে যখন জনস্রোত বইছে, সেই সময় সময় পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। ফলে টিভিকের অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে পরপর ৪০ জনের মৃত্যুর খবর আসে। যা এক কথায় অকল্পনীয় বলে মনে করা হচ্ছে।
গত ২৭ সেপ্টেম্বর যখন বিজয়ের তামিলাগা ভেত্তারি কাজাঘামের অনুষ্ঠানে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে, সেই ফুটেজ হু হু করে ভাইরাল হয়ে যায়।
আরও পড়ুন: Karur Stampede: কারুরে পদপিষ্টের ঘটনার পর অভিনেতা বিজয়ের বাড়িতে বোমা হামলার হুমকি,তদন্ত শুরু পুলিশের
এবার দেখুন মর্মান্তিক ওই ঘটনার পর মৃতদের চিহ্ন কীভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে...
#WATCH | Karur, Tamil Nadu | Visuals from the spot where a stampede occurred on 27th September, during a public event of TVK (Tamilaga Vettri Kazhagam) chief and actor Vijay.
40 people have lost their lives in the stampede on 27th September. pic.twitter.com/XhUyXYoCEh
— ANI (@ANI) September 29, 2025
এদিকে কারুরে পদপিষ্ট হওয়ার ঘটনায় দোষারোপের রাজনীতি শুরু হয়েছে। ২৭ সেপ্টেম্বরের ওই মর্মান্তিক ঘটনার পর যে ৪০ জনের মৃত্য়ু হয়, তাঁদের মধ্যে ৯ জনের দেহ তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে বলে খবর। ময়নাতদন্তের পরই মৃতদেহ দেহ তুলে দেওয়া হয় তাঁদের পরিবারের হাতে।
সেই সঙ্গে আহতদের চিকিৎসা চলছে তামিলনাড়ুর একাধিক হাসপাতালে। তবে আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে।
বিজয় যখন ওই ঘটনার জন্য রাজ্য পুলিশ গোয়েন্দাদের অসফলতাকে দায়ি করছেন,সেই সময় অভিনেতা, রাজনীতিবিদের বিরুদ্ধেও আঙুল উঠছে। বিজয় কেন ওই অনুষ্ঠানে এত দেরিতে হাজির হলেন যার জেরেই মানুষ অস্থির হয়ে ওঠেন বলে অভিযোগ।
পাশাপাশি বিজয়ের জন্য তাঁর অনুরাগীরা গোটা দিনভর অপেক্ষা করেন। ফলে তাঁদের মধ্যে তুমুল অস্থিরতা দেখা দেয় এবং এই ধরনের মর্মান্তিক ঘটনা ঘটে যায় বলে স্থানীয় পুলিশে প্রশাসন দাবি করছে।