বিভিন্ন দাবি আদায়ের জন্য আজ থেকে কর্ণাটকে ধর্মঘট শুরু করেছেন পরিবহন শ্রমিকরা। কর্ণাটকের চারটি সড়ক পরিবহন নিগম কেএসআরটিসি, বিএমটিসি , এনডাব্লিউকেআরটিসি ও কেকেআরটিসি (KSRTC, BMTC, NWKRTC and KKRTC)পরিবহন শ্রমিকরা নিজেদের বিভিন্ন দাবি আদায়ের জন্য রাজ্যব্যাপী ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নেন, এর ফলে বেঙ্গালুরু, হুব্বালি-সহ রাজ্যের বিভিন্ন স্থানে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
পরিবহন শ্রমিকদের ধর্মঘটের কারণে মঙ্গলবার সকাল থেকেই হুবলি সিবিটি বাস স্টেশন জনশূন্য হয়ে পড়ে। কবিকাইয়ের নেতৃত্বে রাজ্য সড়ক পরিবহন কর্পোরেশনের শ্রমিক সংগঠনের যৌথ কর্ম কমিটি এই বিক্ষোভের নেতৃত্ব দেয়। নিরাপত্তা বজায় রাখার জন্য বাস স্টেশনে পুলিশ মোতায়েন করা হয়েছিল।
বেসরকারি বাসের চালক সামির পাশা বলেন, "আমাদের রাজ্য পরিবহনের বাসের রুটে বাস চালানোর অনুমতি দেওয়া হয়েছে। টিকিটের দামও নির্ধারণ করা হয়েছে। আমরা সরকারি বাসের টিকিটের চেয়ে বেশি নিতে পারি না।" দুর্ভোগে পড়া এক প্রবীণ যাত্রী বলেছেন, "আমাদের ইতিমধ্যেই রিজার্ভেশন আছে। এখানকার কেউ ঠিকমতো সাড়া দিচ্ছেন না। তারা আমাদের বাস বাতিল হয়েছে কিনা তাও বলছেন না। আমাদের কোনও স্পষ্টতা নেই। আমার যাওয়া খুবই দরকার। আমি একেবারে আটকে আছি, কিছুই করতে পারছি না।"
VIDEO | Karnataka: BMTC and KSRTC services remain unaffected at Bengaluru airport amid statewide transport strike.
Employees’ unions of state-run transport corporations began an indefinite strike after talks with the failed on Monday. They are demanding… pic.twitter.com/0n9Ydvo0Ai
— Press Trust of India (@PTI_News) August 5, 2025
কর্ণাটকের রাষ্ট্রায়ত্ত পরিবহন কর্পোরেশনের কর্মীরা আজ থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটে সামিল হয়েছে, যার ফলে সরকারি বাস কম থাকায় বেঙ্গালুরুতে বেশ কয়েকটি মেট্রো স্টেশনে তীব্র ভিড় লক্ষ্য করা যায়।
মেট্রো স্টেশনে যাত্রীদের তীব্র ভিড়ঃ-
VIDEO | Heavy rush at several Metro stations in Bengaluru as government buses go off roads as employees of Karnataka's state-owned transport corporations begin an indefinite strike from today.
(Full video available on PTI Videos - https://t.co/n147TvqRQz) pic.twitter.com/d02igKo1SV
— Press Trust of India (@PTI_News) August 5, 2025