বেঙ্গালুরু, ৬ অগাস্ট: এক মৌলবীকে (Preacher) এবার গ্রেফতার করা হল কর্ণাটক (Karnataka) থেকে। ৫ বছরের এক ছোট্ট শিশুকে ধর্ষণের (Rape) অভিযোগে ওই মৌলনাতে গ্রেফতার করা হয় বলে খবর। কর্ণাটকের বেলাগাভি থেকে এমনই একটি খবর উঠে এল।
ঘটনার সূত্রপাত ২০২৩ সালে। ওই সময় কর্ণাটকের বেলাগাভিতে তুফেল আহমেদ দাদাফির নামে এক ব্যক্তি ৫ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে বলে অভিযোগ। বেলাগাভির একটি মসজিদের মধ্যেই করা হয় ওই কুকর্ম। মসজিদের মধ্যে যে সিসিটিভি ছিল, সেখানকার ফুটেজে মৌলনার কুকীর্তি সামনে আসে। এরপরই দায়ের করা হয় অভিযোগ। তবে ওই শিশুর পরিবারের তরফে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। ভয়ের চোটে ওই শিশুর পরিবার কোনও ধরনের অভিযোগ দায়ের করেনি পুলিশের কাছে।
রিপোর্টে প্রকাশ, নির্যাতিতা শিশুর পরিবারের মত, পুলিশও প্রথমে ওই মৌলনার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করতে চায়নি। এরপর শিশু সুরক্ষা সংস্থার প্রতিনিধিরা ওই শিশুর পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করেন। তরপরই পুলিশ তদন্ত করে তৌফিল আহমেদ নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করে।
জানা যায়, ২০২৩ সালের ওই মর্মান্তিক ঘটনায় সংশ্লিষ্ট শিশুটি কার্যত ভয়ে কুকড়ে যায়। ঘটনার পর থেকে সে কান্নাকাটি শুরু করে। তবে শিশুর পরিবারের অভিযোগ পুলিশ প্রথমে কোনওভাবেই দায়ের করতে চায়নি। পরে শিশুর সুরক্ষা কমিটির তরফে পদক্ষেপ করা হয় অভিযোগ সামনে আসে।