বেঙ্গালুরু, ২৫ এপ্রিল: কখনও হিজাব নিয়ে বিতর্ক মাথা চাড়া দিচ্ছে, আবার কখনও হালাল মাংস। কর্ণাটকে ধর্মীয় মেরুকরণ নিয়ে একের পর এক জল্পনা শুরু হয়েছে। এসবের মাঝে এবার নতুন করেকর্ণাটকে প্রকাশ্যে এল এক অন্য ছবি। যেখানে মাইসুরুর (Mysuru) ৬০ বছরের এক প্রৌঢ়ার মৃত্যুর পর তাঁকে দাহ করেন তাঁর মুসলিম প্রতিবেশীরা। হিন্দু রীতি মেনে ওই প্রৌঢ়ার দাহ এবং শ্রাদ্ধ সম্পন্ন করেন ৫০ জন মুসলিম (Muslim) প্রতিবেশী।
রিপোর্টে প্রকাশ, মাইসুরুর ঘৌসিয়ানগরের বাসিন্দা জয়াক্কা গত ৪ দশক ধরে মুসলিম প্রতিবেশীদের সঙ্গে মিলেমিশে সেখানে বসবাস করেন। গত শুক্রবার হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয় জয়াক্কার। মায়ের মৃত্যুতে দিশেহারা হয়ে যান জয়াক্কার পুত্র এবং পুত্রবধূ। তখন প্রৌঢ়ার প্রতিবেশীরাই তাঁর শেষকৃত্য সম্পন্ন করেন। হিন্দু (Hindu) রীতি মেনে জয়াক্কার শেষকৃত্য সম্পন্ন করেন তাঁর মুসলিম প্রতিবেশীরা।
আরও পড়ুন: IAS topper Tina Dabi: আমির খানের সঙ্গে বিচ্ছেদের পর এবার বিয়ে সারলেন আইএএস টপার টিনা দাবি
তনভীর পাশা নামে জয়াক্কার এক প্রতিবেশী জানান, বিগত কয়েক বছর ধরে তাঁরা একসঙ্গে বসবাস করছেন। হিন্দু হোক বা মুসলিম অনুষ্ঠান, তাঁরা সবকিছু একসঙ্গে পালন করেন। একে অপরের দুঃখে পাশে থাকেন। তাঁরা কার্যত একটি বড় পরিবারের অংশ হিসেবে ওই এলাকায় বসবাস করেন। ফলে জয়াক্কার মৃত্যুতে তাঁরাই এগিয়ে এসে শেষকৃত্য সম্পন্ন করেন বলে জানান তনভীর পাশা। সবকিছু মিলিয়ে মাইসুরুতে হিন্দু প্রৌঢ়ার শেষকৃত্যে মুসলিম প্রতিবেশীরা কীভাবে পাশে থাকেন, তা ভাইরাল হয়ে যায়।