Karnataka: হিন্দু গুরুকে বাড়িতে ডেকে আপ্যায়ণ মুসলিম পরিবারের, কর্ণাটকে উজ্জ্বল সম্প্রীতির ছবি
Swaroopa Nanda Swamiji (credit- IANS)

বেঙ্গালুরু, ১৯ অগাস্ট: হিন্দু (Hindu) সন্ন্যাসীকে ডেকে তাঁর পদসেবা করল এক মুসলিম পরিবার। কর্ণাটকের (Karnataka) এমনই একটি ঘটনা প্রকাশ্যে আসার পর তা নিয়ে শোরগোল শুরু হয়। কর্ণাটকের গদক জেলায় এক অবসরপ্রাপ্ত মুসলিম অধ্যাপক নিজের বাড়িতে হিন্দু গুরুকে আমন্ত্রণ করেন। এরপর ওই হিন্দু গুরুর পদসেবা  করতে দেখা যায় সংশ্লিষ্ট মুসলিম পরিবারকে। হিন্দু নিয়ম মেনে আচার অনুষ্ঠান পালনের পর স্বরূপানন্দ স্বামীজি ওই মুসলিম পরিবারের আমন্ত্রণ মেনে খাওয়াদাওয়া করেন।

রিপোর্টে প্রকাশ, গদক জেলার হুডকো কলোনির বাসিন্দা সিকন্দর বড়েখান বেশ কয়েক বছর ধরে স্বরূপানন্দ স্বামীজিকে নিজেদে বাড়িতে আমন্ত্রণ জানিয়ে তাঁর আপ্যায়ন করেন। পদসেবা করেন। সিকন্দর বড়েখানের পাশাপাশি ওই এলাকার বহু মুসিলম পরিবার স্বরূপানন্দ স্বামীজির কথা মেনে চলেন। তাঁর কথা শোনেন।

আরও পড়ুন: Bay of Bengal: দিঘা থেকে ১৩০ কিলোমিটার দূরে গভীর নিম্নচাপ, বৃষ্টি, ঝোড়ো হাওয়ার দাপট বঙ্গে

উত্তর কর্ণাটক বরাবরই সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য খবরের শিরোনামে উঠে আসে। এসব অঞ্চলে হিন্দু, মুসলিম পরিবার একে অপরের সঙ্গে সৌহার্দ বজায় রেখে চলে। সেই অনুযায়ী সিকন্দর বড়েখানও বহু বছর স্বরূপানন্দ স্বামীজিকে নিজেদের  বাড়িতে আমন্ত্রণ জানিয়ে তাঁর পদসেবা করেন।