দেশের বিভিন্ন প্রান্তে ঐক্যের প্রতীক মহরম উৎসব (Muharram 20225) অত্যন্ত উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে পালন করা হয়। কর্ণাটকে (Karnataka) মহরম উদযাপনের মাঝে ঘটে গেল কেলেঙ্কারি কাণ্ড। অগ্নিকুণ্ডে পড়ে ঝলসে গেলেন এক ব্যক্তি। গুরুতর দগ্ধ অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু কোন লাভ হয়নি। পুড়ে মৃত্যু হয়েছে বছর ৪০-এর হনুমানথের।
শনিবার রাতে কর্ণাটকের (Karnataka) রায়চুর জেলার লিংসুগুর তালুকের ইয়েরাগুন্টি গ্রামে চলছিল মহরম উদযাপন (Muharram Celebration)। গ্রামবাসীরা হৈহৈ করে মহরমে সামিল হয়েছিলেন। উৎসবের মাঝে আচমকাই হনুমানথ জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে পড়ে যান। সেই দৃশ্য দেখে হইচই কাণ্ড বেধে যায় এলাকায়। কয়েকজন গ্রামবাসী মিলে কোনক্রমে আগুনের মধ্যে থেকে ওই ব্যক্তিকে টেনে বের করেন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। আগুনের তীব্রতা এতই সাংঘাতিক ছিল যে, মুহূর্তের মধ্যেই হনুমানথকে ঝলসে দিয়েছে।
মহরম উদযাপনের মাঝে কেলেঙ্কারি কাণ্ড
ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওর সত্যতা যাচাই করেনি লেটেস্টলি বাংলা। ভিডিওতে দেখা যাচ্ছে, অগ্নিকুণ্ডের মধ্যে পড়ে গিয়েছেন এক ব্যক্তি। তাঁকে উদ্ধারের জন্যে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে গ্রামবাসী। কয়েকজন মিলে তাঁকে হাত ধরে টেনে আনেন। জল ঢালতে শুরু করেন তাঁর উপর। দেহ পুরো কাঠ হয়ে গিয়েছে।
অগ্নিকুণ্ডে পড়ে ঝলসে গেল দেহ
ಲಿಂಗಸುಗೂರು ತಾಲೂಕು ಯರಗುಂಟೆ ಗ್ರಾಮದಲ್ಲಿ ಮೊಹರಂ ಹಬ್ಬದ ಸಂದರ್ಭದಲ್ಲಿ ಈ ಘಟನೆ ನಡೆದಿದ್ದು, ಬೇರೆ ಯಾರೂ ಬೆಂಕಿಯೊಂದಿಗೆ ಆಟವಾಡಬೇಡಿ.🙏 pic.twitter.com/viP9rwKumI
— Mallikarjuna N1986 (@Mallika52160729) July 6, 2025
নিহত হনুমানথের এক আত্মীয় বলেন, 'আগুনের পাশ দিয়ে হাঁটার সময় হনুমানথ দুর্ঘটনাক্রমে পা পিছলে আলাই অগ্নিকুণ্ডে পড়ে যান। আগুনের তীব্রতা খুব বেশি ছিল তাই আমরা তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করতে পারিনি। গ্রামবাসীরা তাঁকে টেনে বের করেছিলেন'।