প্রতীকী ছবি (ফাইল ফটো)

দক্ষিণ কন্নড় (Dakshina Kannada) গোপনে খুন করছে এক প্রভাবশালী ব্যক্তি। তবে নিজের হাতে নয়, পেশাদার থুনিকে ভাড়া করে এই ধরনের অপরাধমূলক ঘটনা ঘটাচ্ছে সে। এমনই এক দাবি নিয়ে স্থানীয় থানায় হাজির এক ব্যক্তি। যে অভিযোগ করছে সে আসলে ওই ভাড়াটে খুনি। কথা শুনে কার্যত থতমত খেয়ে গিয়েছে থানার কর্তব্যরত পুলিশ অফিসার। কিন্তু যাঁর হাতে এত মানুষের রক্তের দাগ, সে হঠাৎ থানায় এসে আত্মসমর্পণ করলেন কেন? পুলিশের দাবি, অনুসোচনার দায়ে এবং নিজের আগাম বিপদ টের পেয়েই থানায় এসে অভিযোগ দায়ের করেছে ওই ব্যক্তি।

এলাকার বাসিন্দা নন অভিযুক্ত

পুলিশসূত্রে খবর, কর্ণাটকের (Karnataka) দক্ষিণ কন্নড় জেলার ধর্মস্থলা গ্রামের থানায় হাজির হয়েছিলেন ওই ব্যক্তি। তবে নিজের নাম, পরিচয় গোপন রাখার আর্জি জানিয়েছেন পুলিশের কাছে। সেই কারণে সেই তথ্য প্রকাশ্যে আনেনি পুলিশ। পুলিশের ধারণা, ওই এলাকাতেই ঘটনাগুলি ঘটেছে। তবে যে ব্যক্তি থানায় এসেছেন সে স্থানীয় বাসিন্দা নন বলে দাবি পুলিশের। তবে আপাতত ধৃত অভিযুক্তের মুখ থেকে তথ্য বের করতে তৎপর তদন্তকারীরা।

কে এই ঘটনার মাস্টারমাইন্ড

কিন্তু কার নির্দেশে এই খুনগুলি করেছে সে এবং কোথায় পুঁতে রাখা হয়েছে দেহগুলি। সেগুলি এখনই বলতে নারাজ সে। তবে সে পুলিশের কাছে অবশ্যই মুখ খুলবে, কিন্তু তাঁর রয়েছে কয়েকটি শর্ত, যদি পুলিশ তাঁকে নিরাপত্তা দেয় এবং আইনি সুরক্ষা দিতে রাজি থাকে তাহলেই সে সবটা জানাবে। এবং এই ঘটনায় কে বা কারা জড়িত সেই রহস্যও উন্মোচন করবে সে।