Representational Image (Credit: Pixabay)

বেঙ্গালুরু, ১৭ জুলাই: বিয়ের (Wedding) পর স্ত্রী তাঁকে ধর্মান্তরিত করার চেষ্টা চালান। স্ত্রীর (Wife) বিরুদ্ধে ধর্মান্তরণের অভিযোগ তুলে এবার পুলিশের দ্বারস্থ কর্ণাটকের এক যুবক। রিপোর্টে প্রকাশ, বিশাল কুমার গোকাভি বেশ কিছুদিন ধরে সম্পর্কে জড়িয়ে ছিলেন তহসিন হোসামনির সঙ্গে। গত ৩ বছর ধরে বিশাল এবং তহসিন ভালবাসার সম্পর্কে থেকে তারপর বিয়ের সিদ্ধান্ত নেন। ২০২৪ সালের নভেম্বরে শেষে বিশাল এবং তহসিন বিয়ে করেন। এত পর্যন্ত সব ঠিক ছিল। বিয়ের পর থেকেই শুরু হয় গণ্ডগোল।

অভিযোগ, বিয়ের পর থেকে তহসিন জোর করতে শুরু করেন বিশালের উপর। বিশাল যাতে হিন্দু (Hindu) থেকে মুসলিম (Muslim) ধর্মে নিজেকে পরিবর্তিত (Convert) করেন, তহসিন সেই চাপ স্বামীর উপর দিতে শুরু করেন বলে অভিযোগ। রেজিস্ট্রি বিয়ের সময় বিশাল নিজের ধর্ম মেনেই বিয়ে করেন। তবে সামাজিক বিয়ের (Marriage) সময় তাঁকে না জানিয়েই ধর্মান্তরিত করা হয় বলে অভিযোগ। বিয়ের আসরে এক মৌলবী হাজির হয়ে তাঁকে ধর্মান্তরিত করেন বলে অভিযোগ বিশালের।

শুনুন সংশ্লিষ্ট ঘটনা নিয়ে কী বলছে পুলিশ...

শুধু তাই নয়, বিশালের ধর্ম পালটে তাঁর নাম পরিবর্তন করে তহসিন যে বিয়ে করেন, সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেন। যা দেখতে দেখতে ভাইরাল হয়ে যায়।

এরপর বিশালের পরিবারের তরফে হিন্দু মতে বিয়ের দিনক্ষণ নির্ধারণ করেন। তহসিন প্রথমে তাতে রাজি হলেও, পরে বেঁকে বসেন। শুধু তাই নয়, বিশাল যদি মুসলিম হয়ে সংশ্লিষ্ট ধর্মের আচার আচরণ পালন না করেন, তাহলে তাঁর বিরুদ্ধে তহসিন ধর্ষণের মামলা দায়ের করবেন বলে ভয় দেখান। এমনই অভিযোগ বিশালের।

এরপর থেকে তহসিন এবং তাঁর  মা বিশালকে দিয়ে জোর করে নামাজ পড়াতে থাকেন বলেও কর্ণাটকের ওই যুবক অভিযোগ করেন। বিষয়টি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে বিশাল এরপর পুলিশের দ্বারস্থ হন এবং অভিযোগ দায়ের করেন।