হর্ষ বর্ধন (ছবিঃX)

নয়াদিল্লিঃ স্বপ্ন ছিল আইপিএস অফিসার(IPS Officer) হওয়ার। আর সেই স্বপ্নকে(Dream) ছুঁয়ে দেখার খুব কাছে গিয়ে সব শেষ। আইপিএস অফিসার হিসেবে প্রথম কর্মক্ষেত্রে যোগ দিতে যাওয়ার পথে পথ দুর্ঘটনায়(Accident) মৃত্যু আইপিএস অফিসারের। জানা গিয়েছে, মৃত অফিসারের নাম হর্ষ বর্ধন। বয়স ২৬। বেঙ্গালুরুর(Bengaluru) বাসিন্দা তিনি। বিগত ৪ মাস মাইসোরে ট্রেনিং সেরে, গতকাল অর্থাৎ রবিবার কর্মক্ষেত্রে যোগ দিতে হাসানের পথে রওনা হয়েছিলেন তিনি। পথে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি। জানা গিয়েছে, যে পুলিশের গাড়িতে চেপে গন্তব্যে যাচ্ছিলেন তিনি সেটির চাকা ফেটে বিপত্তি ঘটে। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মেরে সামনে থাকা একটি বাড়ির ভিতর ঢুকে পড়ে গাড়িটি। মাথায় চোট পান চালক এবং তিনি। এরপর হাসপাতালে মৃত্যু হয় ওই অফিসারের। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন গাড়ির চালক। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তিনি বলেন, "এতদিনের পরিশ্রমের ফল মেলার সময় এই ঘটনা, অত্যন্ত মর্মান্তিক।" মৃত আইপিএস অফিসারের পরিবারকেও সমবেদনা জানিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী।

আইপিএস হিসেবে কর্মক্ষেত্রে যোগ দেওয়ার পথে দুর্ঘটনা, পথেই মৃত্যু তরুণ অফিসারের