Woman Beaten To Death In Exorcism Ritual (Photo Credits: X)

শিবমোগা, ৮ জুলাইঃ কুসংস্কারের অন্ধকারে নিমজ্জিত হয়ে নিজের মাকেই পিটিয়ে মারার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। মায়ের মধ্যে অশরীরী আত্মা প্রবেশ করেছে সেই সন্দেহ করে স্বঘোষিত 'তান্ত্রিক' ডেকে এনে ভূত তাড়ানোর অনুষ্ঠানের মধ্যে দিয়ে মাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে খোদ ছেলের বিরুদ্ধে।

ভারতের বিভিন্ন প্রান্তে গ্রামাঞ্চলের মানুষরা এখনও কুসংস্কারে নিমজ্জিত। আর সেই কুসংস্কার কত যে প্রাণ কেড়ে নিচ্ছে তার হিসাব নেই। সদ্য তেমনই এক ঘটনা ঘটেছে কর্ণাটকের (Karnataka) শিবমোগা জেলায়। নিহত মহিলার নাম গীতাম্মা (৫৫)।

তন্ত্র সাধনার নামে পিটিয়ে খুন করা হল মহিলাকে

মায়ের অসুস্থতা এবং অস্বাভাবিক আচরণ দেখে গীতাম্মার ছেলে সঞ্জয় বিশ্বাস করতে শুরু করেন তাঁকে ভূতে ধরেছে। মাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পরিবর্তে বাড়িতে স্বঘোষিত 'তান্ত্রিক' ডেকে আনেন তিনি। ওই স্বঘোষিত 'তান্ত্রিক' আশা এবং তাঁর স্বামী সন্তোষ দাবি করেন, তাঁরা তন্ত্রসাধনের মাধ্যমে মহিলার মধ্যে থেকে ভূত তাড়িয়ে দিতে পারবেন। সেই মতো ৭ জুলাই, সোমবার রাতে পুজোর আয়োজন করা হয়। পুজোপাঠের নামে ভয়াবহ নির্যাতন চলে গীতাম্মার উপর। লাঠি দিয়ে পেটানো হয় তাঁকে। চুল ধরে চলে টানা হিঁচড়া। রাত সাড়ে ৯টার দিকে এই হিংসাত্মক 'আচার' শুরু হয় যা ভোর ১টা পর্যন্ত চলে। আঘাতের জেরে মারা যান গীতাম্মা।

কুসংস্কারের বলি!

মহিলার মৃত্যুর পর তাঁর ছেলে সঞ্জয় এবং ওই দুই স্বঘোষিত 'তান্ত্রিক' আশা ও সন্তোষের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছে পুলিশ। গ্রেফতার হন তিনজনই। এই ঘটনা গ্রামীণ ভারতে গভীরভাবে প্রোথিত কুসংস্কারের মারাত্মক পরিণতিকে আরও একবার সমাজের সামনে তুলে ধরেছে।