নয়াদিল্লিঃ যতদিন যাচ্ছে বাড়ছে সিনেমার (Cinema)টিকিটের (Ticket) দাম। আর তার জন্য সিনেমাহলে (Cinema Hall) যাওয়াই বন্ধ করে দিয়েছেন অনেকে। এবার সিনেপ্রেমীদের জন্য সুখবর। সরকারই নির্দিষ্ট করে দিল সিনেমার টিকিটের দাম। হলগুলিকে ওই নির্দিষ্ট দামই দিতে হবে বলে জানাল কর্নাটক সরকার।
সিনেমার টিকিটের দাম বেঁধে দিল কর্ণাটক সরকার
সম্প্রতি এই প্রসঙ্গে খসড়া প্রকাশ করল সিদ্দারামাইয়া সরকার। রাজ্যজুড়ে সিনেমার টিকিটের মূল্য ধার্য করেছে সরকার। সিনেমার টিকিটের সর্বোচ্চ দাম হবে ২০০ টাকা, এমনটাই জানিয়েছে সরকার। যেকোনও ভাষার সিনেমার টিকিটের দাম একই রাখতে হবে বলে জানিয়েছে সরকার। জনগণের মতামত নেওয়ার জন্য ১৫ দিন সময় দেওয়া হয়েছে। তাঁদের মতামত ও পরামর্শের পরই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে সরকার। উল্লেখ্য, চলতি বছরের বাজেটের সময়ই এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। কন্নড় সিনেমা মানুষের কাছে পৌঁছে যায় তাই এই সিদ্ধান্ত বলে জানানো হয়।
২০০ টাকায় সব সিনেমা দেখার সুযোগ, এই রাজ্যে বেঁধে দেওয়া হচ্ছে ছবির টিকিটের দাম
🎬 Karnataka govt proposes ₹200 cap on movie tickets across all theatres & multiplexes!
No more balcony or premium seats — same rate for all 🍿
Stakeholders have 15 days to raise objections.#Karnataka #MovieTickets #EntertainmentNews #Cinema pic.twitter.com/li3lZFp2Yv
— HK Chronicle (@HK_Chronicle_) July 16, 2025