বেঙ্গালুরু, ১১ এপ্রিল: কর্ণাটকে (Karnataka) বিধানসভা নির্বাচনের আগে এবার জোর কদমে বিজেপি বিরোধিতা শুরু করল কংগ্রেস। কর্ণাটকের নিজস্ব ব্র্যান্ড নন্দিনীকে 'ক্ষতিগ্রস্থ' করতে চাইছেন অমিত শাহ (Amit Shah)। কর্ণাটক জুড়ে নন্দিনীর (Nandini) মত দুধের একটি নিজস্ব ব্র্যান্ড রয়েছে। যার সঙ্গে এই রাজ্যের প্রায় ২৬ লক্ষ কৃষকের রুজিরুটি জড়িয়ে। এবার নন্দিনীর মত কর্ণাটকের নিজস্ব দুধের ব্র্যান্ডকে অমিত শাহকে 'নষ্ট' করতে চাইছেন বলে অভিযোগ কংগ্রেসের। কর্ণাটক আমূলের রফতানি বাড়িয়ে সে রাজ্যের নিজস্ব ব্র্যান্ড নন্দিনীর ক্ষতি বিজেপি করছে বলেও অভিযোগকরা হয় হাত শিবিরের তরফে।
𝐈𝐓’𝐒 𝐍𝐎𝐓 𝐍𝐀𝐍𝐃𝐈𝐍𝐈 𝐕𝐒 𝐀𝐌𝐔𝐋
𝐈𝐓’𝐒 𝐀𝐌𝐈𝐓 𝐒𝐇𝐀𝐇’𝐒 𝐏𝐋𝐀𝐍 𝐓𝐎 𝐃𝐀𝐌𝐀𝐆𝐄 𝐊𝐀𝐑𝐍𝐀𝐓𝐀𝐊𝐀'𝐒 𝐍𝐀𝐍𝐃𝐈𝐍𝐈
1. What is NANDINI – the brand name of Karnataka Milk Federation?
2. What is the controversy brewing around NANDINI – a milk brand in… pic.twitter.com/Hyyz7FtXW2
— Congress (@INCIndia) April 10, 2023
গুজরাটি সংস্থা আমূলকে কর্ণাটকে ছাড় দিয়ে সে রাজ্যের নিজস্ব সত্ত্বাকে অমিত শাহ ইচ্ছাকৃতভাবে নষ্ট করতে চাইছেন বলেও অভিযোগ করা হয় হাত শিবিরের তরফে। যা নিয়ে দক্ষিণের এই রাজ্যে ভোটের আগে জোরদার বিতর্ক শুরু হয়েছে। নন্দিনীর নিজস্ব পরিচিতি এবং গুণগত মান খতম করতেই গেরুয়া শিবির উদ্যোগী বলেও অভিযোগ করা হয় কংগ্রেসের তরফে।