Karnataka Election 2023: আমূল, নন্দিনীর লড়াই, কর্ণাটকের 'ব্র্যান্ডকে' নষ্ট করতে চাইছেন শাহ, অভিযোগ কংগ্রেসের
Congress Drags Amit Shah's Name To Nandini Controversy (Photo Credit: Twitter/Instagram)

বেঙ্গালুরু, ১১ এপ্রিল: কর্ণাটকে (Karnataka) বিধানসভা নির্বাচনের আগে এবার জোর কদমে বিজেপি বিরোধিতা শুরু করল কংগ্রেস। কর্ণাটকের নিজস্ব ব্র্যান্ড নন্দিনীকে  'ক্ষতিগ্রস্থ' করতে চাইছেন অমিত শাহ (Amit Shah)। কর্ণাটক জুড়ে নন্দিনীর (Nandini) মত দুধের একটি নিজস্ব ব্র্যান্ড রয়েছে। যার সঙ্গে এই রাজ্যের প্রায় ২৬ লক্ষ কৃষকের রুজিরুটি জড়িয়ে। এবার নন্দিনীর মত কর্ণাটকের নিজস্ব দুধের ব্র্যান্ডকে অমিত শাহকে 'নষ্ট' করতে চাইছেন বলে অভিযোগ কংগ্রেসের। কর্ণাটক আমূলের রফতানি বাড়িয়ে সে রাজ্যের নিজস্ব ব্র্যান্ড নন্দিনীর ক্ষতি বিজেপি করছে বলেও অভিযোগকরা হয় হাত শিবিরের তরফে।

 

গুজরাটি সংস্থা আমূলকে কর্ণাটকে ছাড় দিয়ে সে রাজ্যের নিজস্ব সত্ত্বাকে অমিত শাহ ইচ্ছাকৃতভাবে নষ্ট করতে চাইছেন বলেও অভিযোগ করা হয় হাত শিবিরের তরফে। যা নিয়ে দক্ষিণের এই রাজ্যে ভোটের আগে জোরদার বিতর্ক শুরু হয়েছে। নন্দিনীর নিজস্ব পরিচিতি এবং গুণগত মান খতম করতেই গেরুয়া শিবির উদ্যোগী বলেও অভিযোগ করা হয় কংগ্রেসের তরফে।