EVM (Photo Credits: X)

Ballot Paper: ইভিএম (EVM)-এ কারচুপি করছে বিজেপি। এমন অভিযোগে গত কয়েক বছর ধরে সরব হয়েছে কংগ্রেস। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা চ্য়ালেঞ্জের সুরে বলেছিলেন, সাহস থাকলে বিজেপি ব্য়ালট পেপারে ভোট করাক, তাহলেই ওরা হেরে যাবে। সেই নীতিতেই এবার কর্ণাটক সরকার পঞ্চায়েত সহ বিভিন্ন স্থানীয় নির্বাচন (Karnataka Local Body Elections) ব্যালট পেপারে করার প্রস্তাব দিল। এই বিষয়ে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার জানালেন,"আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় নির্বাচন করানো হবে ব্যালট পেপারে। আমি জানি না, এতে বিজেপির চিন্তার কী আছে। আগে তো ব্যালট পেপারেই ভোট হত। এখন ইভিএমে ভোট নিয়ে অনেক অভিযোগ রয়েছে। রাজ্য সরকারের ক্ষমতা আছে স্থানীয় প্রশাসনিক নির্বাচনগুলি ব্য়ালট পেপারে করানোর। আইনেই সাফ বলা আছে স্থানীয় প্রশাসনিক সংস্থাগুলির নির্বাচন ব্যালট পেপার নাকি ইভিএম সেটা নির্ধারণ করার ক্ষমতা রাজ্য সরকারের আছে। সেই মত আমাদের সরকার ঠিক করেছে ব্যালট পেপার ব্যবহার করার।"

এরপর কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী জানান, "আমরা লোকসভা নির্বাচনের সময় ভোটে অনিয়ম নিয়ে আমরা তদন্ত করছি। এই নিয়ে এখন আমরা কিছু বলব না। বিধানসভা, লোকসভা ভোট নিয়ে সিদ্ধান্ত জাতীয় নির্বাচন কমিশন নিক। ওটা ওদের ইচ্ছা। কিন্তু আমরা স্থানীয় নির্বাচন ব্যালট পেপারেই করাবো।"

ব্যালটে ভোটের পক্ষে সওয়াল কংগ্রেস নেতা তথা উপমুখ্যমন্ত্রী শিবকুমারের

 

ভোট, ইভিএম, ব্যালট পেপার

প্রসঙ্গত, গত বছর লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস, সমাজবাদী পার্টি সহ বিরোধী জোটের দলগুলি নির্বাচন কমিশনের কাছে ব্যালট পেপারে ভোট করার আবেদন জানিয়েছিলেন। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে ইভিএম ব্যবস্থায় ভোটগ্রহণের প্রশংসা করেছিলেন। কমিশন বিরোধীদের দাবি খারিজ করে, ইভিএমেই ভোট করানোর কথা জানায়। কংগ্রেসের দাবি, ইভিএমে ভোটে কারচুপি, অস্বচ্ছতার সুযোগ পেয়ে যাচ্ছে বিজেপি। কমিশন সেইসব অভিযোগ উড়িয়ে জানায়, ইভিএম পুরোপুরি নির্ভুল ও ভোটে স্বচ্ছতার বড় উদাহরণ।