চিন্নাস্বামীতে স্টেডিয়াম চত্বরে পদপিষ্টের (Bengaluru Stampede Case) ঘটনা নিয়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়। রাজ্যে শাসক দল কংগ্রেস, ফলে বিজেপি এই নিয়ে রাজনীতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। পুলিশ প্রশাসনের গাফিলতি নিয়ে প্রশ্ন তুলেছে তাঁরা। যদিও এই ঘটনার জেরে রাজ্য সরকারের রোষানলে পড়েছে আরসিবি। এই ঘটনার পর কাপ নিয়ে বেঙ্গালুরুর বিভিন্ন এলাকায় বিজয়যাত্রার ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই যাত্রা হলে আগামী সময়ে আরও বড় অঘটন ঘটতে পারে।

চিন্নাস্বামী স্টেডিয়ামে পদপিষ্টের ঘটনা নিয়ে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর

সূত্রের খবর, কর্ণাটক পুলিশের তরফ থেকে আগেই আরসিবি-র কর্মকর্তাদের জানিয়ে দিয়েছিলেন, তাঁরা বিপুল পরিমাণের পুলিশ মোতায়েন করতে পারবে না। তারপরেও এত পরিমাণ ভিড় কীভাবে হল, এই নিয়েই এখন উঠছে প্রশ্ন। এই ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, গোটা ঘটনার জেরে আমি যথেষ্ট মর্মাহত। মৃতদের পরিবারের প্রতি সহানুভূতি রয়েছে। এবং আহতদের দ্রুত সুস্থতার কামনা করছি। আমি রাজ্যবাসীদের বলব, নিজেদের জীবন আনন্দ বা আবেগের থেকে বড় নয়। নিজের নিরাপত্তাকে প্রাথমিকভাবে অগ্রাধিকার দিতে হবে। এই মর্মান্তিক ঘটনার বেদনা জয়ের আনন্দকে মুছে ফেলে দিয়েছে।

চিন্নাস্বামী স্টেডিয়ামে পদপিষ্টের ঘটনা

প্রসঙ্গত, চিন্নাস্বামীতে পদপিষ্টের ঘটনায় এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৩৩ জন। তবে হতাহতদের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। জানা যাচ্ছে, এদিন বেঙ্গালুরুতে টিম বাসে করে স্টেডিয়ামে যান কোহলি-পতিদাররা। যার ফলে বিরাট সংখ্যক মানুষের ভিড় ছিল চিন্নাস্বামী স্টেডিয়াম চত্বরে। আরসিবি ভক্তদের ভিড় সড়ানোর জন্য পুলিশ একাধিকবার চেষ্টা করেছিল। কিন্তু কোনওভাবেই সেই ভিড় কমানো যায়নি। বরং হুড়োহুড়ির কারণে মৃত্যু হয় অনেকের।