কর্ণাটকে থাকতে হলে কন্নড় ভাষা জানতে হবে। কর্ণাটকা সম্ভ্রমা ৫০ নামের একটি অনুষ্ঠানে গিয়ে এমনই মন্তব্য করেন কর্ণটাকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। মাইসোরের নাম পরিবর্তিত করার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বিধানসভাতে এই মন্তব্য করেন তিনি।
এই বিষয়ে তিনি জানান, "আমরা সবাই কন্নডিগা, বিভিন্ন ভাষায় কথা বলা মানুষেরাও কন্নড়ে এসে বসবাস করছেন যখন থেকে কর্ণাটককে ঐক্যবন্ধ করা হয়েছে।প্রত্যেকেই যারা কর্ণাটকে রয়েছেন তাদের কন্নড় ভাষায় কথা বলা উচিত।বিভিন্ন রাজ্য যেমন তামিলনাড়ু, কেরালা, তেলেঙ্গনা, উত্তরপ্রদেশে স্থানীয় ভাষা ছাড়া সেখানে থাকাও মুশকিল।কিন্তু আপনি কর্ণাটকে থাকতে পারবেন এমনকি আপনি কন্নড় ভাষা না বললেও। এটাই আমাদের রাজ্য এবং আমাদের প্রতিবেশী রাজ্যের মধ্যে পার্থক্য।"
#Karnataka Chief Minister #Siddaramaiah on Tuesday said that everyone living in the state should also learn to speak Kannada.
He made the remark while speaking after unveiling the emblem of 'Karnataka Sambhrama-50' to mark the golden jubilee of renaming the Mysore State as… pic.twitter.com/cucmEH2GVE
— IANS (@ians_india) October 18, 2023