কর্ণাটকঃ রোজের মতো আজও স্কুলে (School) গিয়েছিল তারা। তবে আজ আর স্কুল নয়, ঠিকানা হল হাসপাতাল (Hospital)। স্কুলের দেওয়া খাবার খেয়ে শুরু বমি (Vomit), পেটে ব্যাথা। ৩৯ পড়ুয়ার ঠাঁই হল হাসপাতালে। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের (Karnataka) রায়চুরের (Raichur) মোরারজি দেশাই আবাসিক স্কুলে (Morarji Desai Residential School )। জানা গিয়েছে, সকালের খাবারে ছাত্রছাত্রীদের পোলাও (Pulao)খেতে দেওয়া হয়েছিল। এই খাবার খাওয়ার পর থেকেই অসুস্থ হয়ে পড়তে থাকে পড়ুয়ারা। পেট ব্যাথা, বমির মতো একাধিক উপসর্গ দেখা দিতে থাকে। দেরি না করে অসুস্থ পড়ুয়াদের স্থানীয় রায়চুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাদের চিকিৎসা চলছে। এই মুহূর্তে পড়ুয়াদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর। এই ঘটনার জেরে কাঠগড়ায় স্কুল কর্তৃপক্ষ। ছাত্রছাত্রীদের খাদ্য নিরাপত্তা কোথায়? প্রশ্ন তুলছেন অসুস্থ ছাত্রছাত্রীদের অভিভাবকেরা। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।খাবারে কিছু ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
দেখুন ভিডিয়ো
Raichur, Karnataka: 39 students aged 12 to 16 from Morarji Desai Residential School have been admitted to Raichur Hospital following complaints of vomiting and nausea. The symptoms appeared after they consumed pulao for breakfast. Fortunately, all the students are in stable… pic.twitter.com/hwvJW9ca5w
— IANS (@ians_india) July 24, 2024