নয়াদিল্লিঃ কানওয়ার যাত্রায় (Kanwar Yatra) ফের বিপত্তি। পথ দুর্ঘটনায় (Accident) মৃত্যু কানওয়ার যাত্রীর। সোমবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ জেলার ভোজপুর টোল প্লাজার কাছে। রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে মৃত্যু হয় এক কানওয়ার যাত্রীর। আহত আরও দু'জন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
গাজিয়াবাদে পথ দুর্ঘটনা, মৃত্যু ১ জনের, আহত ২
পুলিশ সূত্রে খবর, কানওয়ার যাত্রায় অংশগ্রহণ করার জন্য রিদ্বার থেকে পবিত্র জল সংগ্রহ করতে গিয়েছিলেন ওই তিন যুবক। সেখান থেকেই নয়ডার ভাঙ্গেলে ফিরছিলেন তাঁরা। পথে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। বাকিরা গুরুতর আহত হন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সূত্রে মারফত খবর, এদিন বাইক চালাতে চালাতে মাঝে ঝিমিয়ে পড়েন নিহত যুবক। আর তারপরই ডিভাইডারে ধাক্কা খায় মোটরসাইকেল।
কানওয়ার যাত্রায় ফের বিপত্তি, দুর্ঘটনায় মৃত্যু ১ যুবকের, আহত ২
Kanwar Pilgrim Dies in Road Accident One dead, three injured in UP after Kanwariyas collided with a tractor on a narrow road
— What's Brewing (@whatsbrewing555) July 21, 2025