Kanjhawala Death Case: Nidhi returned home leaving her friend after the accident, new CCTV footage coming after probe
তদন্তের শুরুতেই পুলিশ জানিয়েছিল কানঝাওয়ালা দুর্ঘটনার সময় মৃতের বান্ধবী তাঁকে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়। এবার সেই মামলার তদন্তে মৃতের বন্ধুর একটি সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। এই ভিডিওটি সেই সময়ের, যখন সে দুর্ঘটনার পর তার বাড়িতে ফিরেছিল।সিসিটিভির সময় অনুসারে তখন ১ জানুয়ারি রাত ১টা ৩৬ মিনিট। ঠিক সেই সময় সিসিটিভিতে নিধিকে নির্জন রাস্তায় দেখা যাচ্ছে। অর্থাৎ এই সময়ের আগেই দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান।
#WATCH सुल्तानपुरी केस में घटना की चश्मदीद निधि के अपने घर पहुंचने के बाद का CCTV फुटेज।#KanjhawalaDeathCase pic.twitter.com/9fWLqtkb2F— ANI_HindiNews (@AHindinews) January 4, 2023
ইতিমধ্যেই জানা গেছে মৃত তরুণী অঞ্জলিকে একটি গাড়িতে পাঁচজন লোক প্রায় ১২ কিলোমিটার টেনে নিয়ে গিয়েছিল, তারপরেই সে মারা যায়। এদিকে ঘটনাস্থলে উপস্থিত তার বন্ধু (নিধি) সেখান থেকে উঠে তার বাড়িতে চলে যায়। ঘটনার তদন্তকালে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে, মৃত অঞ্জলির সঙ্গে দুর্ঘটনাস্থলে হাজির ছিল নিধি।কিন্তু তারপর তাঁকে আর দেখা যায় নি। নিধি সংবাদমাধ্যমকে জানান, দুর্ঘটনার সময় অঞ্জলি খুব জোরে চিৎকার করছিল, কিন্তু ওই লোকেরা গাড়ি থামায়নি এবং তাকে টানতে থাকে। এ ঘটনায় আমি আতঙ্কিত হয়ে বাড়ি চলে যাই। তবে পুলিশ এখনও ঘটনার তদন্ত করে চলেছে।