Mandi Lok Sabha Kangana Ranaut vs Vikramaditya Singh: মান্ডিতে অভিনেত্রী কঙ্গনার বিরুদ্ধে প্রাক্তন মুখ্যমন্ত্রী পুত্র বিক্রমাদিত্য সিংকে প্রার্থী কংগ্রেসের
Kangana Ranaut (Photo Credit: ANI/Twitter)

নয়া দিল্লি, ১৩ এপ্রিল: মান্ডিতে অভিনেত্রী কঙ্গনা রানওয়াত বনাম প্রাক্তন মুখ্যমন্ত্রী পুত্র বিক্রমাদিত্য সিং। হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা আসনে বিজেপি প্রার্থী করেছে বলিউডের তারকা অভিনেত্রী কঙ্গনা রানওয়াত-কে। কঙ্গনাকে হারাতে মরিয়া কংগ্রেস মান্ডিতে প্রার্থী বাছাইয়ে বেশ সাবধানী। মান্ডিতে প্রার্থী বাছাইয়ে সবার ঐক্যমত চেয়ে সময় নিচ্ছে হাত শিবির। তবে এবার শেষ অবধি কঙ্গনার বিরুদ্ধে প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং-য়ের ছেলে বিক্রমাদিত্য সিং-কেই বেছে নিল কংগ্রেস। এই আসনে সাংসদ হলেন বিক্রমাদিত্যের মা তথা প্রয়াত বীরভদ্র সিংয়ের দ্বিতীয় স্ত্রী প্রতিভা সিং।

মান্ডিতে সবাইকে চমকে উপনির্বাচনে জিতে সাংসদ হওয়া প্রতিভা সিং জানালেন, আজ, শনিবার এআইসিসি-র বৈঠকে মান্ডিতে প্রার্থী হিসেবে মান্ডিতে রাজ্যের মন্ত্রী বিক্রমাদিত্যের নাম চূড়ান্ত হয়েছে। এই বিক্রমাদিত্য কদিন আগে হিমাচলে কংগ্রেসের মহাবিদ্রোহে সামিল হয়ে দল ছাড়ার মুখে দাঁড়িয়েছিলেন। তবে ৯ জন বিধায়ক দল ছেড়ে বিজেপিতে গেলে শেষ অবধি বিক্রমাদিত্য থেকে যান।

২০১৯ লোকসভা নির্বাচনে মান্ডিতে কংগ্রেসের অক্ষয় শর্মা-কে ৪ লক্ষাধিক ভোটে হারিয়ে টানা দু বার সাংসদ নির্বাচিত হন বিজেপি-র রাম স্বরূপ শর্মা। কিন্তু দু বছর পর তাঁর মৃত্যুতে এই আসনটি খালি হলে লোকসভা উপনির্বাচনে এই মান্ডিতে ৯ হাজার ভোটে জিতে যান কংগ্রেসের প্রতিভা সিং। ২০০৯ লোকসভায় মান্ডিতে জিতেছিলেন কংগ্রেসের প্রতিভা সিং। তবে ২০১৪ লোকসভায় সামান্য়ে ভোটের ব্যবধানে হেরেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের দ্বিতীয় পক্ষের স্ত্রী প্রতিভা। মান্ডিতে সিং পরিবারের ক্যারিশ্মা বনাম পদ্ম শিবিরের কঙ্গনার লড়াই জমে যাওয়ার সব উপাদান থাকছে। সম্প্রতি রাহুল গান্ধীর সঙ্গে বিক্রমাদিত্য সিংকেও পাপ্পু বলে কটাক্ষ করেন কঙ্গনা। এতে ক্ষুব্ধ হন বিক্রমাদিত্য।