নয়াদিল্লিঃ লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) হিমাচল প্রদেশের (Himachal Pradesh) মান্ডি (Mandi) আসন থেকে বিজেপির টিকিটে ৭৪,৭৫৫ ভোটে জিতেছেন কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। বর্তমানে লোকসভার নব নির্বাচিত সাংসদ তিনি। তবে তাঁর সাংসদ পদ বহাল থাকবে তো? এই নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। মান্ডির সাংসদের বিরুদ্ধে নোটিশ জারি করল হিমাচল প্রদেশ হাইকোর্ট। কঙ্গনার নির্বাচন বাতিল করার দাবি জানিয়ে হিমাচল প্রদেশ হাইকোর্টের কাছে আপিল করেছিলেন কিন্নরের বাসিন্দা লায়ক রাম নেগি। তাঁর অভিযোগ, কঙ্গনার মান্ডি আসন থেকে নির্বাচনে লড়তে চেয়েছিলেন তিনি, কিন্তু তাঁর মনোনয়নপত্র বাতিল করে দেওয়া হয়। তিনি জানান, রিটার্নিং অফিসার তথা জেলাশাসকক তাঁর মনোনয়নপত্র প্রত্যাখান করেছেন। এরপরই আদালতের দ্বারস্থ হন নেগি। তিনি হাইকোর্টে দাবি করেন, তাঁর মনোনয়নপত্র গ্রহণ করা হলে, তিনি নির্বাচনে জয়ীও হতে পারতেন। তাই, কঙ্গনার নির্বাচন বাতিল করা হোক। এই মামলায় রিটার্নিং অফিসার তথা জেলাশাসককেও যুক্ত করেছেন তিনি। এ বার এই মামলায় ২১ আগস্টের মধ্যে বিজেপি সাংসদকে জবাব দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি জ্যোৎস্না রাওয়াল। প্রসঙ্গত, লায়ক রাম নেগি বন বিভাগের এক প্রাক্তন কর্মী। হিমাচল প্রদেশ বনবিভাগে কর্মরত ছিলেন। কিন্তু অকাল অবসর নিয়ে নেন। এরপরই ভোটে দাঁড়াতে চেয়েছিলেন তিনি।
Kangana Ranaut's Election From Mandi Challenged, High Court Issues Notice https://t.co/aYi0CgwbRs pic.twitter.com/oqFP5x930I
— NDTV (@ndtv) July 25, 2024