দিল্লি, ১ অগাস্ট: অধিবেশনের মাঝে এবার রাহুল গান্ধীকে (Rahul Gandhi) কড়া ভাষায় আক্রমণ করলেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। বিজেপি সাংসদ (BJP MP) রাহুলকে 'কারি পাতা তরকা দেওয়া পাস্তা' বলে কটাক্ষ করেন। রাহুল গান্ধীর একটি পুরনো ভিডিয়ো কঙ্গনা নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেন। সেখানেই তিনি কংগ্রেস সাংসদকে কারি পাতা দেওয়া পাস্তা বলে কটাক্ষ করেন। কঙ্গনা লেখেন, 'নিজের জাতের কোনও খোঁজ নেই। দাদু মুসলিম। ঠাকুমা পার্সি, মা খ্রিস্টান। আর রাহুল নিজেকে কারি পাতা তড়কা দেওয়া পাস্তা খিচুড়ি তৈরির মত বানিয়েছেন। আর ওঁকে সবার জাতের খোঁজ করতে হবে বলে আক্রমণ করেন কঙ্গনা রানাউত।
সম্প্রতি রাহুল গান্ধীকে বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর কটাক্ষ করেছেন বলে অভিযোগ তোলা হয়। সম্প্রতি অনুরাগ যখন কারও নাম না করে বলেন, যাঁদের জাতপাত সম্পর্কে কেউ কিছু জানেন না, তাঁরা কীভাবে জাতের ভিত্তিতে জনগণনার কথা বলেন। যদিও অনুরাগের কথায় বিতর্ক দানা বাঁধলে তিনি দাবি করেন, এ বিষয়ে তিনি কারও নাম করে সরাসরি আক্রমণ করেননি।
এরপরই রাহুল গান্ধী বলেন, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে, গোটা এলে কাস্ট সেনসাস অর্থাৎ জাতপাতের ভিত্তিতে জনগণনা করা হবে। পাশাপাশি রাহুল আরও বলেন, তাঁকে যত ইচ্ছা অপমান করুন কিন্তু কাস্ট সেনসাস সংসদে পাশ করানো হবে। অনুরাগ ঠাকুর তাঁকে অপমান করন কিন্তু তাঁর কাছে থেকে কোনও ক্ষমা তিনি চান না বলেও মন্তব্য করেন রাহুল গান্ধী।