নয়াদিল্লিঃ লোকসভার (Lok Sabha 2024) নবনির্বাচিত সাংসদ তথা বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে (Kangana Ranaut) চড় মারার অভিযোগ উঠল এক কর্তব্যরত মহিলা সিআইএসএফ (CISF) জওয়ানের বিরুদ্ধে, এমনটাই সূত্রের খবর। জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে চণ্ডিগড় বিমানবন্দরে (Airport)। সূত্রের খবর, কৃষকদের বিরুদ্ধে ঘৃণ্য বক্তব্যের কারণে সাংসদ কঙ্গনার গায়ে হাত তোলেন ওই জওয়ান। এই বিষয়ে তদন্তের জন্য সিনিয়র সিআইএসেফ অফিসারদের একটি দল গঠন করা হয়েছে। এই মুহূর্তে চণ্ডিগড় থেকে দিল্লি বিমানবন্দরে এসে পৌঁছেছেন কঙ্গনা। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গাড়িতে উঠে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। এরপর এই বিষয়ে কঙ্গনা বলেন,"চণ্ডিগড় বিমানবন্দরে আমার উপর আক্রমণ করেন একজন সিআইএসএফ জওয়ান। আমায় গালিগালাজ করেন, আমআয় আঘাত করেন। কেন এমন করছেন জানতে চাইলে তিনি বলেন, তিনি কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত। আমি নিরাপদ আছি। কিন্তু পঞ্জাবে যে হারে আতঙ্কবাদ, উগ্রবাদ বাড়ছে তা আমায় ভাবাচ্ছে।" সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, অভিযুক্ত জওয়ানকে বরখাস্ত করেছে সিআইএসএফ। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। প্রসঙ্গত, ৫,২১,৭৪০ ভোট পেয়ে হিমাচল প্রদেশের মান্ডি কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তিনি।
A woman CISF personnel reportedly slapped Kangana Ranaut at the Chandigarh Airport, according to sources.#KanganaRanaut #ChandigarhAirport #CISF #ABPLive pic.twitter.com/kF6oTliaE6
— ABP LIVE (@abplive) June 6, 2024
দেখুন ভিডিয়ো
ब्रेकिंग न्यूज
चंडीगढ़ एयरपोर्ट पर कंगना राणावत को CISF की महिला सुरक्षा कर्मी ने थप्पड़ मार दिया। मंडी से सांसद बनी कंगना दिल्ली जाने वाली उड़ान में सुरक्षा जांच के बाद जैसे ही आगे बढ़ीं वहां तैनात महिला कुलविंदर कौर ने जोर से थप्पड़ मारा।
CISF कमांडेंट के कमरे में महिला… pic.twitter.com/lnAsNJEw0Z
— भारत समाचार | Bharat Samachar (@bstvlive) June 6, 2024
শুনুন এই বিষয়ে কী বলছেন কঙ্গনা রানাওয়াতঃ
Watch: "I'm fine. As soon as I came out of the security check at Chandigarh airport, a female CISF officer in the next cabin hit my face and started abusing me. When I asked her why she did that, she said she was supporting the farmer protest. My concern is about the increasing… pic.twitter.com/M0MRbZyyiz
— IANS (@ians_india) June 6, 2024