Kangana Ranaut (Photo Credit: ANI/Twitter)

নয়াদিল্লিঃ লোকসভার (Lok Sabha 2024)  নবনির্বাচিত সাংসদ তথা বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে (Kangana Ranaut) চড় মারার অভিযোগ উঠল এক কর্তব্যরত মহিলা সিআইএসএফ (CISF) জওয়ানের বিরুদ্ধে, এমনটাই সূত্রের খবর। জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে চণ্ডিগড় বিমানবন্দরে (Airport)। সূত্রের খবর, কৃষকদের বিরুদ্ধে ঘৃণ্য বক্তব্যের কারণে সাংসদ কঙ্গনার গায়ে হাত তোলেন ওই জওয়ান। এই বিষয়ে তদন্তের জন্য সিনিয়র সিআইএসেফ অফিসারদের একটি দল গঠন করা হয়েছে। এই মুহূর্তে চণ্ডিগড় থেকে দিল্লি বিমানবন্দরে এসে পৌঁছেছেন কঙ্গনা।  কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গাড়িতে উঠে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। এরপর এই বিষয়ে কঙ্গনা বলেন,"চণ্ডিগড় বিমানবন্দরে আমার উপর আক্রমণ করেন একজন সিআইএসএফ জওয়ান। আমায় গালিগালাজ করেন, আমআয় আঘাত করেন। কেন এমন করছেন জানতে চাইলে তিনি বলেন, তিনি কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত। আমি নিরাপদ আছি। কিন্তু পঞ্জাবে যে হারে আতঙ্কবাদ, উগ্রবাদ বাড়ছে তা আমায় ভাবাচ্ছে।" সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, অভিযুক্ত জওয়ানকে বরখাস্ত করেছে সিআইএসএফ। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। প্রসঙ্গত, ৫,২১,৭৪০ ভোট পেয়ে হিমাচল প্রদেশের মান্ডি কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তিনি।

দেখুন ভিডিয়ো

শুনুন এই বিষয়ে কী বলছেন কঙ্গনা রানাওয়াতঃ