তামিলনাড়ুর কাল্লাকুরিচির বিষমদ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হল ৫৭। এছাড়া অসুস্থ হয়ে পড়া বেশ কিছু বাসিন্দার অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। বিষমদ কাণ্ডে রাজ্যের নানা জায়গার হাসপাতালে ১৬৫ জনকে ভর্তি করা হয়েছিল।তাঁদের মধ্যে কাল্লাকুরিচি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে এখনও পর্যন্ত ৩১ জন মারা গিয়েছেন। সালেমের সরকারি মোহন কুমারমঙ্গলম মেডিকেল কলেজ ও হাসপাতালে ১৮ জন; সরকারি ভিল্লুপুরম মেডিকেল কলেজ ও হাসপাতালে ৪ জন এবং পুদুচেরির জওহরলাল ইনস্টিটিউট অফ স্নাতকোত্তর মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ-এ মারা গেছেন তিনজন।
Death toll in the Kallakurichi (Tamil Nadu) Hooch tragedy rises to 57: Kallakurichi District Collectorate
— ANI (@ANI) June 24, 2024
রবিবার সকালে কাল্লাকুরিচি জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, “এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৫৯ জন, তাঁদের মধ্যে ৭ জন মহিলা। যাঁরা যাঁরা ওই বিষমদ পান করেছিলেন, সকলকে যত দ্রুত সম্ভব চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন জেলাশাসক। ভবিষ্যতে যাতে তাঁদের কোনও শারীরিক সমস্যা না হয়, তা নিশ্চিত করতেই এই নির্দেশ দেওয়া হয়েছে।
#WATCH | Death toll in the Kallakurichi (Tamil Nadu) Hooch tragedy rises to 57.
Visuals from Kallakurichi Medical College and Hospital where the victims of the Hooch tragedy are being treated. pic.twitter.com/QbrZvCerSZ
— ANI (@ANI) June 24, 2024