Mahua-Moitra-Nupur-Sharma (Photo Credit: Twitter)

মুম্বই, ৭ জুলাই:  কালী (Kaali) বিতর্কে এবার মহুয়া মৈত্রকে কটাক্ষ করলেন বিবেক অগ্নিহোত্রী। কালী নিয়ে বিতর্ক শুরু হতেই এবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে ট্যুইট করেন কাশ্মীর ফাইলসের পরিচালক বিবেক অগ্নিহোত্রী। পরিচালক বলেন, মহুয়া মৈত্রকে (Mahua Moitra) তিনি সমর্থন করেন অথচ নূপুর শর্মার (Nupur Sharma) সাধারণভাবে জীবনযাপন করার অধিকার নেই। দেশ জুড়ে এই যে কপটতা তৈরি হয়েছে, তা বিশ্বের সবচেয়ে বড় এবং পুরনো সভ্যতাকে ধ্বংস করে দিচ্ছে।

 

সম্প্রতি কালী ছবির পোস্টার শেয়ার করেন পরিচালক লীনা মানিমেকালাই। কালী ছবির পোস্টার হিন্দুদের আরাধ্য দেবীর হাতে সিগারেট দেখা যায়। যা নিয়ে জোর বিতর্ক শুরু হয়। কালী নিয়ে বিতর্ক শুরু হতেই একটি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে হাজির হয়ে মুখ খোলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র।

মহুয়া বলেন, তাঁর কাছে কালী মানে আমিষ ভক্ষণকারী এবং সুরা পানকারী শক্তি রূপ। মহুয়া মৈত্রর ওই মন্তব্য ঘিরে জোর শোরগোল শুরু হয়ে যায়। এরপরই মহুয়া মৈত্রর বিরুদ্ধে মধ্যপ্রদেশের ভোপালে এফআইআর দয়ের করা হয়। পশ্চিমবঙ্গেও দায়ের করা হয় এফআইআর।

আরও পড়ুন:  Kaali Poster Row: 'কালী' বিতর্কের জের, নিজের বক্তব্য অনড়, জানালেন মহুয়া মৈত্র

তবে বিজেপি যতই এফআইআর করুক না কেন, তিনি ভয় পান না বলে জানান তৃণমূল কংগ্রেস সাংসদ। শুধু তাই নয়, তিনি কালী ভক্ত। তাই যা বলেছেন, সে বিষয়ে মৃত্যুর আগে পর্যন্ত অনড় থাকবেন বলেও জানান তৃণমূল কংগ্রেস সাংসদ।