দিল্লি, ৯ জুন: করোনা হানা এবার রাজ-পরিবারে। করোনাভাইরাসে আক্রান্ত বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia) এবং তাঁর মা মাধবী রাজে সিন্ধিয়া (Madhavi Raje Scindia)। মঙ্গলবার সকালে করোনা (Coronavirus) উপসর্গ নিয়ে দিল্লির (Delhi) সকেত এলাকায় ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং তাঁর মা। আরও পড়ুন: Amit Shah Virtual Rally: 'পশ্চিমবঙ্গ জন-সংবাদ’ ভার্চুয়াল র্যালিজুড়ে মমতা ব্যানার্জিকে তীব্র আক্রমণ অমিত শাহের, মুখ্যমন্ত্রীর প্রস্থানের রাস্তাও পাকা, বলে দাবি করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
বিশিষ্ট সাংবাদিক রাজদীপ সারদেশাই একটি টুইট করেন। তিনি জানিয়েছেন, "খুব খারাপ খবর। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং তাঁর মা করোনাভাইরাসে আক্রান্ত। তিনি ছিলেন প্রাক্তন কংগ্রেস নেতা। সদ্য তিনি মধ্যপ্রদেশ থেকে কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন। দু'জনেরই দ্রুত আরোগ্য কামনা করছি।"
Breaking now: Not so good news: @JM_Scindia and his mother have tested positive for corona, The former Cong turned BJP leader from MP has been admitted to hospital.. Wish him a speedy recovery! 🙏 @IndiaToday
— Rajdeep Sardesai (@sardesairajdeep) June 9, 2020
ইকনমিক টাইমসের খবর অনুযায়ী, আক্রান্ত জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং তাঁর মা মাধবী রাজে সিন্ধিয়া।
#Breaking | Jyotiraditya Scindia & and his mother, Madhavi Raje Scindia test positive for #Coronavirus; admitted in Max Hospital, Delhi. (ET Now)
Track live updates on #coronavirus here https://t.co/h1z0GfN8Fj pic.twitter.com/Or7pFYVJdu
— Economic Times (@EconomicTimes) June 9, 2020
সূত্রের খবর, গলা ব্যাথা এবং জ্বরের উপসর্গ নিয়ে হাসপাতালে যান জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। অন্যদিকে, জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মা মাধবী রাজে সিন্ধিয়ার শরীরে করোনা নমুনা মিললেও কোনও উপসর্গ ছিল না তাঁর শরীরে। দিল্লি হাসপাতালে দু'জনেই চিকিৎসাধীন রয়েছেন।