
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার হয়েছেন জনপ্রিয় ইউটিউবার জ্যোতি মালহোত্রা (Jyoti Malhotra)। ভারতের বিভিন্ন খবরাখবর পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-কে (ISI) পৌঁছে দেওয়ার অভিযোগ উঠেছে জ্যোতির বিরুদ্ধে। পাকিস্তানের (Pakistan) হয়ে চরবৃত্তি করার সময়ে জ্যোতি পুরীর জগন্নাথ মন্দির (Jagannath Temple) এবং উজ্জয়িনীর মহাকালেশ্বর (Mahakaleshwar Temple) মন্দির দর্শনে গিয়েছিলেন। সেই ভ্রমণের পিছনে আসল উদ্দেশ্যে কী ছিল ইউটিউবারের? জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কেবলই নিজের ইউটিউব চ্যানেলের জন্যে ভিডিও করা নাকি ভারতের অন্যতম জনপ্রিয় দুটি তীর্থস্থান দর্শনের পিছনে জ্যোতির অন্য কোন উদ্দেশ্যে রয়েছে? ভাবাচ্ছে ভারতীয় গোয়েন্দাদের।
পুরী পুলিশ সূত্রে খবর, ২০২৪ সালে পুরীতে জগন্নাথ মন্দির দর্শন করেন জ্যোতি। সেই সময়ে মন্দিরের উপরে ড্রোন উড়িয়েছিলেন তিনি। অথচ জগন্নাথ মন্দিরের উপর ড্রোন উড়ানোতে রয়েছে কড়া নিষেধাজ্ঞা। সেই নিষেধাজ্ঞা লঙ্ঘন করেই জগন্নাথ মন্দিরের মাথার উপরে ড্রোন উড়িয়েছিলেন জ্যোতি।
জ্যোতির জগন্নাথ দর্শনঃ
ਯੂਟਿਊਬਰ #JyotiMalhotra ਨੇ Puri Jagannath Temple ਦਾ ਬਣਾਇਆ Video
ਯੂਟਿਊਬਰ ਜੋਤੀ ਮਲਹੋਤਰਾ ਪੁਰੀ ਆਈ ਅਤੇ ਪੁਰੀ ਦੀ ਯੂਟਿਊਬਰ ਪ੍ਰਿਯੰਕਾ ਸੈਨਾਪਤੀ ਨਾਲ ਘੁੰਮਦੇ ਹੋਏ ਜਗਨਨਾਥ ਮੰਦਰ ਦੀ ਵੀਡੀਓ ਬਣਾਈ। ਸੰਭਵ ਹੈ ਕਿ ਜੋਤੀ ਨੇ ਉਹ ਵੀਡੀਓ ਪਾਕਿਸਤਾਨ ਦੀ ਖੁਫੀਆ ਏਜੰਸੀ ISI ਨੂੰ ਵੀ ਦਿੱਤੀ ਹੋਵੇਗੀ। pic.twitter.com/yTOvUYKwtT
— Ritam Punjabi (@RitamPunjabi) May 19, 2025
গত বছর এপ্রিলে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দির দর্শনে গিয়েছিলেন পাক গুপ্তচর জ্যোতি। তবে সেখানে ইউটিউবারের অপরাধমূলক কোন কার্যকলাপের প্রমাণ মেলেনি। জানিয়েছেন উজ্জয়িনীর অতিরিক্ত পুলিশ সুপার।
এরই মাঝে শুক্রবার ওড়িশা সরকার জানিয়েছে, পুরীর মন্দিরের নিরাপত্তা আরও কড়াকড়ি করতে একটি অ্যান্টি-ড্রোন সিস্টেম স্থাপনের কথা বিবেচনা করা হচ্ছে। যাতে মন্দিরের মাথায় কোন ড্রোন ঘুরলেই তাঁকে চিহ্নিত করতে পারে অ্যান্টি-ড্রোন সিস্টেম।