Jyoti Malhotra (Photo Credits: X)

দিল্লি, ৭ জুলাই: বর্তমানে জেলেই দিন কাটছে জ্যোতি মালহোত্রার (Jyoti Malhotra)। পাকিস্তানের (Pakistan SPY) হয় চরবৃত্তির অভিযোগে জ্যোতি মালহোত্রাকে গ্রেফতার করা হয় হরিয়ানা থেকে। সেই থেকে জেলেই রয়েছেন জ্যোতি। জ্যোতি মালহোত্রা সম্পর্কে যখন একের পর এক বিস্ফোরক তথ্য উঠে আসতে শুরু করে, সেই সময় প্রকাশ্যে এল আরও একটি খবর। যেখানে জানা যায়, জ্যোতি মালহোত্রা একবার গিয়েছিলেন কেরলে। তাও আবার সেখানকার সরকারের নিমন্ত্রণে। কেরলের পর্যটনের প্রচার করতে এবং প্রসার ঘটাতে তাঁকে সেখানকার সরকারের তরফে একবার আমন্ত্রণ জানানো হয়। রাই টু ইনফর্মেশন (আরটিআই) (RTI) এর তরফে প্রকাশ করা হয়েছে এই খবর।

সংবাদ সংস্থা এএনআই-এর সাক্ষাৎকারে জানা যায়, জ্যোতি মালহোত্রা যখন কেরলে (Kerala) গিয়েছিলেন, তাঁর সমস্ত খরচ বহন করে সে রাজ্যের সরকার। তাঁর খাওয়াদাওয়া থেকে ঘোরাঘুরি সবকিছুর খরচই ওই সময় কেরল সরকার বহন করে। ওই সময় জ্যোতি মালহোত্রা আর কী কী করেন, কার সঙ্গে যোগাযোগ করেন, সে বিষয়েও খোঁজ শুরু হয়েছে।

আরও পড়ুন: Jyoti Malhotra Case: এত তাড়াতাড়ি জেলমুক্তি নয়, ফের খারিজ হল জ্যোতি মালহোত্রার জামিনের আবেদন

দিল্লিতে (Delhi) যে পাক দূতাবাস রয়েছে, সেখানকার এক অফিসার দানিশের সঙ্গে জ্যোতির যোগাযোগ ছিল সম্পূর্ণ রূপে। দানিশই জ্যোতিকে পাকিস্তানে যাওয়ার ব্যবস্থা করে দেয় এবং আইএসআইয়ের প্রতিনিধিদের সঙ্গে পরিচয় করায়। তারপর থেকেই জ্যোতি মালহোত্রা পাকিস্তানের হয়ে কাজ শুরু করে। তাঁর মোবাইল থেকে যেমন বিভিন্ন পাক নম্বর উদ্ধার করা হয়েছে, তেমনি ভারত বিরোধী কোন কোন গুপ্তচর কর্মে তিনি লিপ্ত ছিলেন, সে বিষয়েও শুরু হয়েছে জোর তদন্ত।