
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে সম্প্রতি গ্রেফতার হয়েছেন জনপ্রিয় ইউটিউবার জ্যোতি মালহোত্রা (Jyoti Malhotra)। হরিয়ানার বাসিন্দা জ্যোতির সঙ্গে পাকিস্তানের আইএসআই এজেন্ট, হাই কমিশনের সদস্যদের সঙ্গে যে গভীর যোগাযোগ ছিল, তার প্রমাণ কিন্তু হাতেনাতে পেয়েছে পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্তের ফোন, ল্যাপটপ সহ একাধিক গ্যাজেট, নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। সেগুলি খতিয়ে দেখতেই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এদিকে আবার জ্যোতির বাবা হরিশ মালহোত্রা নিজেকে মেয়েকে নির্দোষ বলে দাবি করছেন। এমনকী বাজেয়াপ্ত হওয়া ফোনগুলি অবিলম্বে ফেরতের দাবি জানিয়েছেন।
জ্যোতি ছিলেন পাকিস্তানের অ্যাসেট
রবিবার হিসারের পুলিশ সুপার শশাঙ্ক কুমার সাওয়ান বলেন, “পাকিস্তান জ্যোতিকে একজন অ্যাসেটের মতো ব্যবহার করছিল। পাকিস্তান সফর তাঁর স্পনসর থাকত, ফলে ২-৩ বার যেতে তাঁর কোনও আপত্তিও থাকত না। সম্ভবত উনিও টের পাননি যে উনি চরবৃত্তির কাজ শুরু করে দিয়েছেন। একজন শিক্ষিত মহিলা হয়ে নিতান্তই ভুলবশত এই জালে ফেঁসেছেন বলে আমাদের মনে হয় না। এমনকী ওনার সঙ্গে আরও কয়েকজন ইউটিউব ইনফ্লুয়েন্সারদের পরিচয় ছিল বলে জানা যাচ্ছে”।
দেখুন পুলিশ আধিকারিকের বক্তব্য
#WATCH | Hisar | "They were developing her (Jyoti Malhotra) as an asset. She was in touch with other YouTube influencers, and they were also in touch with the PIOs... She used to go to Pakistan, like on sponsored trips... She was in Pakistan before the Pahalgam attack, and the… pic.twitter.com/OD2wD1vzic
— ANI (@ANI) May 18, 2025
পহেলগাম হামলার সঙ্গে যোগসূত্র
পুলিশকর্তা আরও জানান, “পহেলগাম হামলার কয়েকদিন আগেও জ্যোতি পাকিস্তানে গিয়েছিলেন। এই সংক্রান্ত প্রমাণও আমাদের হাতে রয়েছে। তবে জঙ্গি হামলার সঙ্গে তাঁর কোন প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। এবং আমাদের কাছে প্রমাণ রয়েছে যে জ্যোতির কয়েকজন পরিচিতও এই চরবৃত্তির ঘটনায় জড়িত রয়েছে”।