Supreme Court (Photo Credits: ANI/X)

Justice Yashwant Varma: তার বাসভবন থেকে বস্তা ভর্তি নগদ টাকা উদ্ধার কাণ্ডে কাঠগড়ায় ওঠা এলাহাবাদ বিচারপতি যশবন্ত ভর্মা এবার দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন। তিন সদস্যের তদন্ত কমিটির রিপোর্ট ও অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার তাঁকে করা ইমপিচমেন্টের সুপারিশ নিয়ে সুপ্রিম কোর্টে নিজেকে নিরাপরাধ দাবি করলেন টাকা কাণ্ডে অভিযুক্ত বিচারপতি ভর্মা। তদন্ত কমিটির রিপোর্ট বাতিলের দাবি জানিয়ে এবং রাষ্ট্রপতির কাছে পাঠানো সুপারিশ রদ করার অনুরোধ করলেন তিনি। এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি ভর্মার দাবি, রিপোর্ট পেশের আগে তদন্ত কমিটির সামনে তাকে তার নিজের কথা ও যুক্তি বলার সুযোগ দেওয়া হয়নি। সোমবার থেকে সংসদে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। ঠিক তার আগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন বিচারপতি ভর্মা।

বিচারপতি ভর্মার সরকারি বাসভবন থেকে বস্তার পর বস্তা নগদ অর্থ উদ্ধার হয়

চলতি বছর ৪ মার্চ দিল্লির লুটিয়েন্স এলাকায় বিচারপতি ভর্মার সরকারি বাংলোয় অগ্নিকাণ্ডের ঘটনার পর গোটা দেশকে চমকে উদ্ধার হয় বস্তার পর বস্তা পোড়া নগদ টাকা। যে ছবি দেখে আঁতকে ওঠে দেশ। দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। ঘটনার পর সুপ্রিম কোর্ট কলেজিয়াম তাকে এলাহাবাদ হাইকোর্টে স্থানান্তরের সুপারিশ করে এবং তাকে কোনো বিচারিক কাজ দেওয়া থেকে বিরত রাখা হয়।

দেখুন কীভাবে বিচারপতি ভর্মার বাসভবন থেকে নগদ টাকার বেশ কয়েকটি বস্তা উদ্ধার হয়েছিল

দেখুন খবরটি

এরপর কী হয়েছিল

এরপর সুপ্রিম কোর্টের ততকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিন সদস্যের অভ্যন্তরীন তদন্ত কমিটি গড়েন। সেই তদন্ত কমিশন প্রাথমিক তদন্তের ফলাফল সম্পর্কে বিচারপতি যশবন্ত বর্মার কাছ থেকে জবাব চাওয়া হয়েছিল। বিচারপতি বর্মা উত্তরে জানিয়েছেন, তিনি বা তাঁর পরিবারের সদস্যরা কখনও স্টোররুমে কোনও নগদ অর্থ রাখেননি এবং অগ্নিনির্বাপণ অভিযানের সময় তাদের কখনও পোড়া নোটের বস্তা দেখানো হয়নি। তদন্ত কমিটি ২০২৫ সালের ৩ মে সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দেয়, যাতে বলা হয় যে পোড়া টাকার বস্তাগুলি বিচারপতি ভর্মার পরিবারের নিয়ন্ত্রণাধীন একটি স্টোররুমে ছিল। তদন্ত রিপোর্টের ভিত্তিতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে বিচারপতি ভর্মার ইমপিচমেন্টের সুপারিশ করেছিলেন। বিচারপতি ভর্মা পদত্যাগ করতে অস্বীকার করায় সরকার তার অভিশংসনের জন্য সংসদে প্রক্রিয়া শুরুর প্রস্তুতি নিচ্ছে। দেশের প্রধান রাজনৈতিক দলগুলি এই প্রক্রিয়াকে সমর্থন করেছিল।