শপথবাক্য পাঠ করছেন জাস্টিস ভূষণ রামকৃষ্ণ গাভাই (ছবিঃANI)

নয়াদিল্লিঃ সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি (Chief Justice Of India) হিসাবে আজ, বুধবার শপথ নিলেন ভূষণ রামাকৃষ্ণা গাভাই (Bhushan Ramkrishna Gavai)। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu) সামনে শপথবাক্য পাঠ করলেন গাভাই। ভারতের ৫২ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন তিনি। চলতি বছরের ২৩ নভেম্বর পর্যন্ত দায়িত্বে থাকবেন গাভাই। ৬ মাস সুপ্রিম কোর্টের দায়িত্ব থাকবে তাঁর কাঁধে।

প্রথম বৌদ্ধ ধর্মাবলম্বী বিচারপতি পেল সুপ্রিম কোর্ট

১৯৬০ সালের ২৪ নভেম্বর মহারাষ্ট্রের অমরাবতীতে জন্মগ্রহণ করেন রামকৃষ্ণ গাভাই। বাবা রামকৃষ্ণ সূর্যভান গাভাই রিপাবলিকান পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন। পাশাপাশি আম্বেদকরের একনিষ্ঠ ভক্ত ছিলেন তিনি। সূর্যভান গাভাইকে দাদাসাহেব বলে ডাকতেন অনেকে। ছেলেবেলা থেকে বাবার সান্নিধ্যেই বড় হয়ে ওঠা বিচারপতি গাভাইয়ের। বাবার ইচ্ছেতেই আইনজীবী হওয়া। অমরাবতীর মিউনিসিপ্যাল প্রাইমারি স্কুলে পড়াশোনা শুরু হয় গাভাইয়ের। এরপর নাগপুর বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে পড়াশোনা শেষ করে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। সালটা ছিল ২০০৩, বম্বে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হন। ২০০৫ সালের নভেম্বর পর্যন্ত এই পদে ছিলেন। এরপর ২০১৯ সালে সুপ্রিম কোর্টে বিচারপতি হিসেবে নতুন যাত্রা শুরু করেন। একটি সাক্ষাৎকারে গাভাই জানিয়েছিলেন, আর্কিটেক্ট হওয়ার ইচ্ছে ছিল তাঁর। কিন্তু তাঁর বাবা সূর্যভান গাভাই চাইতেন ছেলে আইনজীবী হোক। তাই বাবা ইচ্ছেকেই শেষ পর্যন্ত প্রাধান্য দেন তিনি। উল্লেখ্য, এই প্রথম বৌদ্ধ ধর্মাবলম্বী বিচারপতি পেল সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথগ্রহণ গাভাইয়ের