Murder (Photo Credit: File Photo)

সাহারানপুর, ২৭ জানুয়ারি: রাস্তায় ওভারটেক (Overtake) করাতে এক সাংবাদিককে (Journalist) পিটিয়ে খুন করল তিন দুষ্কৃতী। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সাহারানপুরে (Saharanpur)। মৃতের নাম সুধীর সাইনি। ঘটনায় দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। এক অভিযুক্ত পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

পুলিশ জানিয়েছে, সাংবাদিক সুধীর সাইনি মোটরবাইকে চড় বাড়ি ফিরছিলেন। রাস্তায় তার আগে একটি গাড়িতে তিনজন ছিল। সুধীর তাদের ওভারটেক করে। এতে ক্ষিপ্ত হয়ে ওই ব্যক্তিরা সুধীরকে থামিয়ে ব্যাপক মারধর করে। স্থানীয়রা চিৎকার চেঁচামেচি শুনে বেরিয়ে আসে। দ্রুত সুধীরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও সেখানে তিনি মারা যান। আরও পড়ুন: Coronavirus Cases In India: আড়াই লাখের ঊর্দ্ধে দৈনিক সংক্রমণ, ২৪ ঘণ্টায় করোনার বলি ৫৭৩

সাহারানপুরের সিনিয়র এসপি আকাশ তোমর বলেন, "সুধীর সাইনির মৃত্যুর ঘটনায় সাহারানপুর পুলিশ জাহাঙ্গির এবং ফরমানকে গ্রেফতার করেছে। আমরা নিশ্চিত করব যে তারা যাতে দোষী সাব্যস্ত হয়ে শাস্তি পায়। অন্য অভিযুক্ত মান্নান পলাতক। তাকে দ্রুত গ্রেফতার করা হবে।"