Joshimath (Photo Credit: IANS)

দিল্লি, ১৭ জানুয়ারি: ডুবছে যোশীমঠ (Joshimath)। বর্তমানে যোশীমঠের প্রায় ৮৪৯টি বাড়িতে ফাটল ধরেছে। এমনই একটি রিপোর্ট প্রকাশ পেতেই চাঞ্চল্য ছড়াল। ডিসেম্বরের প্রথম সপ্তাহে যোশীমঠে ১৫০ বাড়িতে ফাটল ধরা পড়ে। তা বাড়তে বাড়তে বর্তমানে ৮৪৯-এ পৌঁছে গিয়েছে বলে খবর। ২০২১ সালের অক্টোবরে প্রথম যোশীমঠের একটি বাড়িতে ফাটল ধরা পড়ে। গান্ধী নগর এলাকার ওই বাড়িতে ফাটল ধরা পড়তেই তা নিয়ে শোরগোল শুরু হয়। এরপর ওই এলাকার আরও ১৪, ১৫টি বাড়িতে ফাটল দেখা যায়।

আরও পড়ুন: Joshimath Sinking: যোশীমঠের ৪টি ওয়ার্ড বিপদজ্জনক, আশঙ্কা

২০২১ সালের পর ফের ২০২৩-এর ৪ জানুয়ারি থেকে যোশীমঠের একাধিক বাড়িতে ফাটল ধরা পড়ে। যোশীমঠের পর চামোলিতেও বিভিন্ন বাড়িতে ফাটল ধরা পড়তে শুরু করে। জানুয়ারিতে ৫৬১ বাড়িতে ফাটল দেখা যায়। সেই সংখ্যাই বর্তমানে ৮৪৯-এ পৌঁছে যায়। সবকিছু মিলিয়ে যোশীমঠ নিয়ে আশঙ্কা বাড়তে শুরু করেছে।

এদিকে বিপর্যয় মোকাবিলাকারী দলের তরফে মঙ্গলবার জানানো হয়, যোশীমঠের ৪টি ওয়ার্ড অত্যন্ত বিপদজ্জনক। ফলে ওই ৪টি ওয়ার্ড থেকে বাসিন্দাদের সরানোর কাজ প্রশাসন দ্রুত করবে বলেই মনে করছে বিভিন্ন মহল।