যোশীমঠ, ১১ জানুয়ারি: ডুবছে যোশীমঠ (Joshimath)। দেবভূমির এই ছোট্ট জনপদে একের পর এক বাড়িতে ফাটল ধরছে। যে সমস্ত বাড়িতে ফাটল ধরছে, তার নীচ থেকে তীব্র গতিতে বয়ে যাচ্ছে জল। যোশীমঠে নতুন করে ৭২৩টি বাড়িতে ফাটল ধরেছে। ফলে ১৩১টি পরিবারকে বিপদজ্জনক এলাকা থেকে সরানো হয়েছে। সেই সঙ্গে ওই এলাকার আর কোনও বাড়িতে যদি ফাটল ধরে, তাহলে শিগগিরই তা প্রশাসনকে জানাতে হবে বলে স্থানীয়দের নির্দেশ দেওয়া হয়েছে। এমনই জানান চামোলির জেলাশাসক।
যোশীমঠের পর কর্ণপ্রয়াগের (Karnaprayag) বহুগনা নগরের একাধিক বাড়িতেও ফাটল ধরতে শুরু করেছে। কর্ণাপ্রয়াগে কতগুলি বাড়িতে ফাটল ধরেছে এবং সেখানকার কী অবস্থা, তা খতিয়ে দেখছে আইআইটি রুরকির একটি দল হাজির হয়েছে। স্থানীয়দের কথায়, গত এক বছর ধরে কর্ণপ্রয়াগের বহুগুনা নগরের একাধিক বাড়ির ফাটল আরও প্রকট হতে শুরু করেছে। যা নিয়ে তাঁরা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। বহুগুনা নগরের বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা দেওয়ায়, সেখানকার বাসিন্দাদের ৫২০০ করে ক্ষতিপূর্ণ দেওয়া হয়। তবে তা পর্যাপ্ত নয়। সরকারের তরফে যাতে ক্ষতিপূরণের মাত্রা বাড়ানো হয়, সে বিষয়ে আবেদন জানানো হয়েছে বলেও জানান স্থানীয়রা।
Chamoli, Uttarakhand: Cracks have appeared in some houses in Bahuguna Nagar of Karnprayag
"Cracks have increased since last year. District administration gave Rs 5,200 to repair it, but it is not enough," says a local
"We appeal govt to look after us," says another local pic.twitter.com/flyFMo1ijA
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) January 11, 2023
জেলাশাসক জানান, আইআইটি রুরকির গবেষকদের রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ করা হবে প্রশাসনের তরফে।