বেঙ্গালুরু, ৩০ এপ্রিল: কর্ণাটকে কিছুটা ব্যাকফুটে বিজেপি। আর ভোটের নৌকা সফলতার সঙ্গে ডাঙায় নিয়ে যেতে পুরোপুরি নরেন্দ্র মোদীর ওপরেই ভরসা করছে পদ্মশিবির। কর্ণাটক বিধানসভা কোনও স্থানীয় নেতা নয়, পুরোপুরি মোদী বনাম বিরোধীরা করছে বিজেপি। অমিত শাহ-রা বারবার বলছেন, এই ভোট শুধু বিধায়ক নির্বাচনের নয়, কর্ণাটকের ভবিষ্যত মোদীর হাতে তুলে দেওয়ার। তবে এরপরেও কর্ণাটক বিজেপি জোর প্রশ্ন, দল ভোটে জিতলে মুখ্যমন্ত্রী কে হবেন। লিঙ্গায়েতের বাইরে কাউকে কর্ণাটকের মসনদে বসাতে চাইছে পদ্মশিবির।
বাসবরাজ বোম্মাইকেই কি ফের মসনদে বসাবে দল? এই প্রশ্নে না-এর দিকেই পাল্লা ভারী। করোনা কালে ইয়েদিরাপ্পার পরিবর্তে বোম্মাইকে মসনদে বসিয়েছিল বিজেপি। তবে এবার তাঁর জায়গায় কর্ণাটক বিজেপি-র অন্দর থেকে দুটো নাম ভেসে আসছে-১) বিজেপির সর্বভারতীয় সাধারণ সচিব সি.টি.রবি, ২) রাজ্যের শক্তি, সংস্কৃতি মন্রী ভি.সুনীল কুমার। আরও পড়ুন-দাউ দাউ করে জ্বলছে রাস্তার ধারের এটিএম, নিমেষে ছাই আস্ত মেশিন
তবে এদের দু জনের সঙ্গে মুখ্যমন্ত্রী পদের লড়াইয়ে আছেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক উন্নয়ন প্রতিমন্ত্রী শোভা কারান্দালাজেও। উত্তরপ্রদেশে দলের ভোটের দায়িত্ব নিয়ে ভাল কাজ করা শোভাকে মুখ্যমন্ত্রী হিসেবে পছন্দ জেপি নাড্ডার।
কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদের মূল দাবিদার প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও রাজ্য কংগ্রেস সভাপতি শিবকুমার।