নতুন দিল্লি, ১১ নভেম্বর: ফি বৃদ্ধির প্রতিবাদে (JNU Fee Hike Protest) সোমবার উত্তাল হয়ে উঠল JNU চত্বর। উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নায়ডু (Vice President Venkaiah Naidu) উপস্থিত থাকাকালীনই ছাত্র-পুলিশ সংঘর্ষে রনক্ষেত্রের চেহারা নিল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস (University Campus)। সাম্প্রতিক ফি-বৃদ্ধি সহ বিভিন্ন ঘটনার প্রতিবাদে এদিন তুমুল বিক্ষোভ দেখান জওহর লাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (Jawaharlal Nehru University) ছাত্র সংসদের সদস্যরা। এমনকী পুলিশের (Police) সঙ্গে হাতাহাতিতেও জড়িয়ে পড়েন তারা।
আজ বিশ্ববিদ্যালয়ে চলছিল সমাবর্তন অনুষ্ঠান (Convocation)। সেই অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নায়ডু। সংবাদ সংস্থা এএনআই (ANI) সূত্রে জানা গিয়েছে এক আন্দোলনকারী ছাত্র এদিন জানিয়েছেন, ফি বৃদ্ধির প্রতিবাদে ১৫ দিন হল এই আন্দোলন চলছে। বিশ্ববিদ্যালয়ের ৪০ শতাংশ ছাত্রই দুঃস্থ পরিবার থেকে এখানে পড়াশুনো করতে আসে। তারা কীভাবে এখানে পড়াশোনা করবে?" তাঁর আরও অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রবিরোধী নীতি নিচ্ছে। আরও পড়ুন: Maharashtra Government Formation:বিজেপি সরতেই মহারাষ্ট্রে সরকার গড়তে শিবসেনাকে সামর্থ জানাতে বললেন রাজ্যপাল ভগত্ সিং কোশিয়ারি
Delhi: Jawaharlal Nehru University's Convocation is underway inside the campus where Vice-President M. Venkaiah Naidu is the chief guest. https://t.co/wD0X6gqmVi pic.twitter.com/QXQOLiZBlL
— ANI (@ANI) November 11, 2019
এএনআইয়ের দেওয়া ছবিতে দেখা গিয়েছে, বিক্ষোভ আটকাতে ব্যারিকেডের ব্যবস্থা করেছে পুলিশ। কিন্তু তা সত্ত্বেও বেশ কয়েকজন পুলিশকর্মীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন ছাত্ররা। ছাত্রদের বিক্ষোভের জেরে বিশ্ববিদ্যালয়ের সামনে চরম বিশৃঙ্খলার (Chaos) সৃষ্টি হয়েছে। যার জেরে উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। অতিরিক্তি পুলিস বাহিনীও মোতায়েন করা হয়েছে ছাত্র বিক্ষোভ রুখতে।